আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবী কিনবেন পৃথিবী ?????



পৃথিবীর মূল্য পাঁচ কোয়াড্রিলিয়ন ডলার! হিসাব কষে বিভিন্ন গ্রহের আর্থিক মূল্য নির্ণয়ের একটি সূত্র উদ্ভাবনের কথা দাবি করেছেন একজন মার্কিন জ্যোতির্বস্তু বিজ্ঞানী। তাঁর ওই সূত্র অনুযায়ী পৃথিবীর মূল্য পাঁচ কোয়াড্রিলিয়ন (পাঁচের পিঠে ১৫টি শূন্য) ডলার। এই জ্যোতির্বস্তু বিজ্ঞানী হলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা ক্রুজে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বস্তু বিজ্ঞানী গ্রেগ লাফলিন। তাঁর দাবি, পৃথিবীর বয়স, আকৃতি, তাপমাত্রা, ভর ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে এই মূল্য নির্ধারণ করেন তিনি। তাঁর হিসাব অনুযায়ী পৃথিবীই সবচেয়ে মূল্যবান গ্রহ। অন্যদিকে মঙ্গলগ্র্রহের দাম মাত্র ১৪ হাজার ডলার। লাফলিনের মতে, প্রতিকূল জলবায়ুর কারণে বিশ্বব্রহ্মাণ্ডের অন্য এক হাজার ২৩৫টি গ্রহের মূল্য নির্ধারণ করা যায়নি। তিনি বলেন, পৃথিবীর মূল্য কত, তা নির্ধারণে এই সূত্র কাজে লাগবে।’ টাইমস অব ইন্ডিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.