কসমিক পান্ডা দেখে বোঝা গিয়েছিল গুগল তার অন্য প্রোডাক্টগুলোর মত ইউটিউবের ফিচার এবং লেআউটে পরিবর্তন আনছে। নতুন লেআউট সাধারন ভাবে পেতে গেলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। যারা অপেক্ষা করতে চান না তারা ব্রাউজারের কনসলে এক লাইন টেক্সট কপি করেই পেতে পারেন নতুন ফিচারের ইউটিউব। যা করতে হবে: ইউটিউবে ঢুকুন গুগল ক্রমে ডেভেলপার টুলস খুলতে চাপুন Ctrl + Shift and J , ফায়ারফক্সে ডেভেলপার টুলস খুলতে Ctrl+Shift+K চাপুন। "Console" ট্যাবে ক্লিক করে নীচের লেখাটা পেস্ট করুন document.cookie="VISITOR_INFO1_LIVE=ST1Ti53r4fU"; ব্রাউজার রিফ্রেশ করে দেখুন নতুন ইউটিউব পাচ্ছেন কিনা। আশা করি পাওয়া যাবে, যদি না পান, নীচের লেখা টা পেস্ট করুন document.cookie='VISITOR_INFO1_LIVE=ST1Ti53r4fU';
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।