আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ জব্বার কাগু.... ওনলি ফর কাগুখোর....

আমি যেন কেমন কিন্তু অন্যরকম না কাগুরে আগেও দেখেছি, কিন্তু সামুতে আসার পর কাগুরে নতুন কইরা চিনলাম। এখন বলতে পারেন, আমি কাগুর একজন ভর্তা, ওহ্ চরি... ভক্ত... বুঝলাম না এটা আমার সৌভাগ্য নাকি কাগুখোরিতা, যে আজ কাগু দর্শন হয়ে গেল। তাও এমন এক পরিস্থিতিতে যখন কাগু চিৎকার-চেচামেচি করছিলেন, তাও আমার এক পরিচিত ছোট ভাই এর সাথে। দু'একটা শব্দ আমার কানে আসলো যা অত্যন্ত মজাদার ও সুস্বাদু ... কিন্তু কাগুর কপাল ভালো যে আমি কিঞ্চিৎ পরিমান ব্যস্ত ছিলাম, তাই দাড়াতে পারিনি, কিন্তু কাগুখোরদের হতাশ হবার কিছুই নেই... আমি কাল-পরশুর মধ্যেই আমার উক্ত ছোট ভাই এর নিকট হতে রিপোর্ট নিয়ে আপনাদের সামনে কাগু সমাচার নিয়ে হাজির হব এবং এই লিখাটি পড়ার পর যারা পিপাসা অনুভব করছেন, সেই জ্ঞানী ব্যক্তিদের বলতে চাই, আপনাদের পিপাসা মিটিয়ে দিব.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।