... হজ্জ্বের কারনে নভেম্বরের ১-১১ তারিখ পর্যন্ত বন্ধ ছিল। আমাদের অনেকেই এ ছুটিতে ঢাকা চলে গেছে। আমরা তিন ফ্যামিলি (আদিল ভাই, মিলন আর আমি) রয়ে গেছি। অনেকদিন ধরেই চিন্তা করছিলাম তায়েফ ঘুরতে যাব। এক্ষেত্রে ভাবী’র উৎসাহ ছিল বেশী।
তায়েফে কোথায় কোথায় বেড়াতে যাওয়া যায় ইন্টারনেট খুঁজে আমি তার একটা লিস্ট করে ফেললাম।
তায়েফ ১৮০০ মিটার (৫,৬০০ ফিট) উপরে অবস্থিত একটি শহর। নানা কারনে তায়েফ বিখ্যাত হয়ে আছে। মক্কা প্রভিন্সের অন্তর্গত শহরটি আল-হাদা পাহাড়ের উপরে অবস্থিত। এখান থেকে মক্কা মাত্র ৪৫-৬০ মিনিটের ড্রাইভ।
মনোরোম আবহাওয়া, আরামদায়ক ঠান্ডা ও চোখ জুড়ানো সবুজের কারনে তায়েফকে Summer Capital হিসাবে বিবেচনা করা হয়। পাশেই রয়েছে রেড সি ও জেদ্দা। অবস্থানগত ও আবহাওয়ার কারনে তায়েফ যুগে যুগে সবাইকে আকৃষ্ট করেছে।
নানা রকমের পাখি এখানে দেখা যায়। ফুল বিশেষ করে গোলাপ উৎপাদনের জন্য তায়েফ বিখ্যাত।
আর একে কেন্দ্র করে তায়েফে অনেক পারফিউম/আতরের কারখানা গড়ে উঠেছে। গত সামারে তায়েফের নানা রকম ফুল দিয়ে বিশাল বড় একটা কার্পেট বানানো হয়েছিল।
কিন্তু তায়েফে আমাদের পরিচিত কেউই ছিলনা। আমরা খুঁজছিলাম কাউকে পাওয়া যায় কিনা, যে কিনা আমাদের গাইড করবে। অনেক মেহনতের পর আদিল ভাই একজনকে পেলেন।
উনি তায়েফ ইউনিভার্সিটিতে আছেন। বললেন আমাদেরকে যথাসাধ্য সাহায্যের চেষ্টা করবেন, প্রয়োজন পড়লে ওনার গাড়ীতে তায়েফ ঘুরিয়ে দেখাবেন। আমরা খুশী হলাম না। একজন শিক্ষক আমাদেরকে নিয়ে সারা দিন, সারা রাত ঘুরে বেরাবেন ব্যপারটা ভালো দেখায় না। ... শেষে আমাদের পরিচিত একজন ড্রাইভার মাধ্যমে ওখানকার একজন বাংলাদেশি ড্রাইভারের নাম্বার পেলাম।
আমরা ১ সপ্তাহ আগেই SAPTCO তে টিকেট বুকিং দিয়ে দিলাম। SAPTCO হচ্ছে “সৌদি পাবলিক ট্রান্সপোর্ট কোঃ”। ১৯৭৯ সালে এর যাত্রা শুরু। দেশের ভেতর ও দেশের বাহিরে গালফ দেশগুলোতে চলাচল করে, এর মার্সিডিস বেঞ্জ গাড়ীগুলো বেশ আরামদায়ক।
আমরা টিকেট কাটতে গিয়ে একটা ভুল করলাম।
যেহেতু সামনে হজ্জ্ব, তাই বেশীরভাগ SAPTCO গাড়ীগুলো মক্কাতে নিয়ে যাওয়া হয়েছিল। তখন দিনে মাত্র ১টি বাস তায়েফ যেত। তাই আমরা তাড়াহুড়া করেই ১ সপ্তাহ আগেই টিকেট কেটেছিলাম। রাউন্ড টিকেট ১ জনের ভাড়া ছিল ২২০ রিয়াল আর তায়েফ যেতে সময় লাগে ৮-১০ ঘন্টা। পরে জেনেছিলাম সৌদি এয়ারে রাউন্ড টিকেট ১ জনের ভাড়া মাত্র ৩০০ রিয়াল, ১ ঘন্টাতেই যাওয়া যেত।
আমরা ভেবেছিলাম সৌদি এয়ারে অনেক খরচ হবে, তাই চেক করিনি। পরে আমরা সবাই আফসোস করলাম।
মানুষের জীবনে নাকি অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা পাওয়া যায়না। আমাদের এই তায়েফ ভ্রমনেও আমরা তেমন একটা ঘটনার মুখোমুখি হই। পুরো ভ্রমনটা আনন্দদায়ক হলেও, সবার শেষে এসে তা বিষাদে পরিণত হয়।
একটি মিরাকল এসে আমাদের এ ভ্রমনকে পূনরায় আনন্দময় করে তুলে।
ছবিঃ ইন্টারনেট ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।