সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
প্রিয় ব্লগগার ভাই ও বোনেরা, আমি কিছু দিন হলো প্রায় মানুষিক যন্ত্রণায়
ভুগছি, কারো সাথে কথা বলতে অথবা আড্ডা দিতে মুটেই ভাল লাগেনা, সবসময় একা থাকতে ভাল লাগে, আগে নেটে লিখালেখি করতে দারুন আনন্দ লাগতো কিন্তু এখন আগের মত উৎসাহ পাইনা আনন্দ পাইনা।
না আমার ফ্যামিলে থেকে কোন আঘাত পাইনি, অথবা আপনারা এটা মনে করবেন না হিট বাড়ানোর জন্য এরকম লেখা, অবশ্যই না। বাস্তব কথা গুলো তুলে দরলাম। বিশ্বাস অনাবিশ্বাস আপনাদের ব্যাপার। আমার বন্ধু বান্ধব আমার কাছে আসলে তাদেরকে যত তাড়াতাড়ি বিদায় করার পায়তারা খুঁজি। আমি কিছু বুঝে উটতে পারছিনা কেন এমন হয়??
বাজে মন্তব্য করবেন না ভাই প্লিজ। পারলে শান্তির বাণী শুনান। ধন্যবাদ।
অনেক কষ্টে লিখতে হলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।