আমাদের কথা খুঁজে নিন

   

"আমরা দুজন একটি গাঁয়ে থাকি"- এর প্যারোডি

তোমারে যা দিয়েছিনু-সে তোমারি দান,গ্রহণ করেছ যত-ঋণী তত করেছ আমায় "একই লিস্টে" আমরা দুজন একে অপরের ফ্রেন্ড লিস্টে, সেই আমাদের একটি মাত্র সুখ। mutual friend দের স্ট্যাটাসে করা কমেন্টে, আমাকে mention করা তার কমেন্টে, নাচে আমার বুক। । তার দুটি publish করা রিসেন্ট এ্যালবাম, চড়ে বেড়ায় মোর home page জুড়ে। ওসব দেখে আমার ছুটে ঘাম- heartbeat আরও যায় বেড়ে, যখন আমার করা কমেন্টে সে like মারে; শত কমেন্টের ভিড়ে।

। যদি ভাঙে আমার patient বেড়া, miss you-মেসেজ পাঠাই, আর poke মারি দশ পনেরটা। আমাদের এই networking এর নাম Facebook face to face না দেখেই, তার প্রেমে নিত্য হচ্ছি cook. আমার নামতো হয়ত জানে virtual life এর পাঁচ জনা, আমাদের সেই তাহার নামটি যে Mozilla, তা বলতে নেই কোন মানা। । *** মূল কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ( তাঁর ক্ষমাপ্রার্থী) অমর এই কবিতা খানা-- “আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ।

। “ কেও চাইলে আরও বেটার আইডিয়া বা লাইন দিতে পারেন। অ্যাড করে নেয়া হবে। সবার জন্য উন্মুক্ত! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।