আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি
একটি ডিঙি, তুমি আমি
বহতা সে এক নদী
আহা ! এমন হত যদি ।
একটি কুঁড়ে, আমি তুমি
কৃষ্ণচুড়ায় ছাওয়া উঠোন
আহা ! সত্যি যদি হত এমন ।
একটি চাঁদ, আমরা দুজন
জোছনা ঝরার রাত
আহা ! ধরতে যদি হাত ।
তুমি আমি, আমরা দুজন
পাখ পাখালির কুহু কুজন
আহা ! এমন যদি হত ভুবন।
তোমার মাঝে আমি আর
আমার মাঝে তুমি
হতাম বিলীন
যেমন অন্ধকারে আলো
আহা ! লাগত ভীষণ ভালো ।
তুমি আমি, পড়শী এখন
আনবাড়িতে বাস
আহা ! শুধুই দীর্ঘশ্বাস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।