রাজধানীর বাড্ডায় গতকাল সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকাবাসী ও গোপালগঞ্জবাসী গ্র“পের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুই গ্র“পের ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে বাড্ডা-রামপুরা সড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গোপালগঞ্জ গ্র“পের সবাই গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং ঢাকাবাসীর সবাই ঢাকার স্থানীয় বলে পুলিশ জানায়।
জানা যায়, মেরুল বাড্ডা পাইকারি মাছ বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র গোপালগঞ্জ গ্র“পের ফকরুল ও ঢাকা গ্র“পের শাহিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১২ নভেম্বর একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল ১০টার দিকে দুই গ্র“প মীমাংসার জন্য বসে।
এসময়ে কথাকাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে দুই গ্র“প দেশি অস্ত্র ও লাঠি নিয়ে রাস্তায় নেমে আসলে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। এ সময় বাড্ডা রামপুরা সড়কে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেরুল বাড্ডা পাইকারি মাছ বাজার সমিতির সভাপতি ও গোপালগঞ্জ গ্র“পের নেতা ফকরুল আহমেদ বলেন, ২০০৯ সালের ২৮ জানুয়ারি মেরুল বাড্ডায় বখতিয়ার নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় শাহিন গ্র“পের টিপু, জেনারেটর বাবু ও কেটে বাবুকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন। শাহিন দীর্ঘদিন যাবৎ তার দলের লোকের বিরুদ্ধে সাক্ষ্য না দিতে সাক্ষিদের হুমকি দিয়ে আসছিল। কিন্তু সাক্ষিরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় গতকাল সকালে শাহিন তার সহযোগীদের নিয়ে মাছের আড়তে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে ৮ জন মাছ ব্যবসায়ী আহত হয়।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।