সোমবার সকাল ৯টার দিকে মধ্যবাড্ডায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, খেলার জন্য একটি টেনিস বলের সঙ্গে দুটি বোমা দুই শিশুর হাত তুলে দেয় দুই যুবক। বল ভেবে বোমা দিয়ে খেলতে গেলে তা বিস্ফোরিত হয়ে তারা আহত হয়।
এদের মধ্যে বাড্ডা প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্র ফাহিমের (৮) আঘাত গুরুতর। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
অপর শিশু ইয়াছিন (৭) সামান্য আহত হয়েছে।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে ফাহিম ও ইয়াছিন তাদের বাসার সামনে খেলছিল। এ সময় অজ্ঞাতপরিচয় দুই যুবক এসে তাদের টেপ মোড়ানো তিনটি বল দেয়।
ওসি বলেন, “আসলে দুর্বৃত্তরা একটি টেনিস বল ও দুটি হাতবোমা দিয়েছিল। দুই শিশু বল ভেবে এগুলো নিয়ে খেলার সময় বোমাগুলো বিস্ফোরিত হয়।
”
ফাহিমের বাবা শহীদ পেশায় একজন রিকশাচালক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।