আমাদের কথা খুঁজে নিন

   

টুঙ্গিপাড়া থেকেও সুন্দরী মহিলাদের এনে চন্দনাইশে দিলে যুব সমাজের কল্যাণ হবে- অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)'র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, বর্তমান মহাজোট সরকার জনগণের রায়ে নির্বাচিত সরকার নয়। তারা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সামরিক প্রধান মঈন ইউ আহমদের ষড়যন্ত্রের সরকার। তাদের সাথে মঈন উ আহমদের কন্ট্রাক্ট অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আওয়ামী লীগ তাকে বাংলাদেশের বিশাল অংকের টাকা নিয়ে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি বিদেশেও সুখে নেই, এখন মৃতু্যর সাথে পাঞ্জা লড়ছেন এবং বাঁচবেন না।

বর্তমানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা এসপি, ইউএনও ও থানায় গিয়ে দালালি করে বেড়াচ্ছে। এসব জায়গায় বিএনপি, এলডিপি, জামায়াতের লোক নেই। তিনি বলেন, চন্দনাইশে একজন মহিলা এমপি দিয়ে হাজার যুবকের সমস্যার সমাধান করা যাবে না। তাই বেশি করে টুঙ্গিপাড়া থেকেও সুন্দরী মহিলাদের এনে চন্দনাইশে দিলে যুব সমাজের কল্যাণ হবে। তিনি বলেন, তাঁর করা উন্নয়নমূলক কর্মকান্ডগুলোতে নামফলক পরিবর্তন করে বেলেমাথায় ক্ষুর বুলানোর মত হবে।

যোগ্যতা থাকলে নতুনভাবে রাস্তা বা প্রকল্প এনে সেখানে ফলক উন্মোচন করুন। তিনি বলেন, চন্দনাইশে ২০-২৫ জন আওয়ামী লীগ রয়েছে, তাদেরকে মানুষ বিগত সময়ে চন্দনাইশ থানার মোড়ে মারধর করে দিগম্বর করেই ছেড়েছিল। এবার তারা হাফপ্যান্ট নিয়েও বাড়ি যেতে পারবে না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে। যদিও আমি বলেছিলাম কিন্তু আগামী বাজেট পর্যন্তও তারা ক্ষমতায় থাকবে না।

তাদের অপকর্মের কারণে আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে জনগণ তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করবে। চন্দনাইশের আইনশৃঙ্খলা ভাল থাকলেও সারাদেশে গুপ্তহত্যা বেড়ে গেছে। বড় বড় নেতাদের ধরে নিয়ে গিয়ে গুপ্তহত্যা করে যাচ্ছে। সে সাথে দ্রব্যমূল্য সাধারণ জনগণের নাগালের বাইরে চলে গেছে। তিনি বলেন, নরসিংদী পৌর মেয়রকে তাদের মন্ত্রীর ভাই হত্যা করে বিএনপির খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে।

তা সম্পূর্ণ ন্যাক্কারজনক ঘটনা। বিএনপির শাসন আমলে ১০ টাকার চাল এখন ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া ডাল ২৭-৩০ টাকার স্থলে বর্তমানে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সে সাথে শাক সবজির দাম ২০-২৫ টাকার স্থলে ৭০ টাকা পর্যন্ত উঠেছে। সে সাথে তেল, চিনি, বিদু্যৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে গেছে।

শেখ হাসিনা নির্বাচনের সময় ১০ টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকুরি দেবে বলেছিল। কিন্তু তা বাস্তবায়ন করেনি। এ দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করার জন্য দেশের জনগণের কথা চিন্তা করে আমি চারদলীয় জোটের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শরীক হয়েছি। বর্তমান সরকার প্রতিদিন ১৩৩ কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ব্যাংককে অর্থ সংকটে ফেলে দিচ্ছে। বেসরকারি ব্যাংকগুলোর মালিক তথা আওয়ামী লীগের নেতারা বিদেশে টাকা পাচার করে দেশে অর্থ সংকট সৃষ্টি করেছে।

ডলারের মূল্য ৬০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭৮-৭৯ টাকায় গড়িয়েছে। পুঁজিবাজারকে চাঙ্গা করতে গিয়ে শেখ হাসিনা চোরা টাকা দিয়ে শেয়ার কেনার সিদ্ধান্ত দিয়েছে। তাঁর দলের লোকদের চোরা টাকাগুলো বৈধ করার জন্য তিনি এ নির্দেশ দিয়েছেন। শেয়ার বাজার কেলেংকারিতে ৪৫ লক্ষ লোক গরীব হয়ে গেছে। চতুর্থ সংশোধনীর মাধ্যমে ক্ষমতা ধরে রাখার জন্য বঙ্গবন্ধু নিজের হাতে ক্ষমতা নিয়ে বাকশাল কায়েম করেছিলেন।

কিন্তু কোন লাভ হয়নি। বর্তমান মহাজোট সরকার ১৫তম সংশোধনীর মাধ্যমে ক্ষমতা থাকার জন্য পাঁয়তারা করছে। তাদের সে আশা পূর্ণ হবে না। তিনি বলেন, প্রত্যেক ধর্মের মধ্যে আল্লাহর উপর সম্পূর্ণ আস্থার কথা থাকলেও, আওয়ামী লীগ শুধু আস্থার কথা বলেছেন। তাদের কাছে আল্লাহর উপর পূর্ণ আস্থা নেই।

গতকাল ১৮ নভেম্বর বিকাল ৩ টায় চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে চন্দনাইশ পৌরসভা এলডিপি, গণতান্ত্রিক যুবদল ও ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এমপি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।