আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন বৃহস্পতিবার

এছাড়া স্পিকার শিরীন শারমিন চৌধুরীও পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এবং স্পিকারের একান্ত সচিব স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট দুই সদস্য ছাড়া বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যা করা হয়। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার সেখ রাসেল হাসানের চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সকাল ১১টায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।


এরপর বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ অগাস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। বিউগলে বাজানো হবে করুন সুর।
শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১১টা ১০ মিনিটে রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আকতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় টুঙ্গিপাড়া পৌঁছে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করবেন।


সমাধিসৌধের বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করা হবে।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ অগাস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সকাল ১১টা ২৫ মিনিটে তিনি টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্সে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।
জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সকাল ৯টা ১৫ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।


এরপর ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.