আমাদের কথা খুঁজে নিন

   

Windows 7ও XP এর ডিভিডিতে কোথায় মুল ফাইলগুলো থাকে?

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে । আমি আমার নেটবুকে Windows Install করার জন্যে পেন ড্রাইভ এ Win to flash- software টার মাধ্যমে মুল ফাইল গুলো কপি করতে চাচ্ছি কিন্তু আমার কাছে সিডি নাই। রয়েছে ডিভিডি যেখানে মুল Windows এর software এর পাশাপাশি বাড়তি কিছু Feature দেওয়া (যেমন ছবি, নানা সফটওয়ার, ইত্তাদি)রয়েছে ফলে সেটআপের সময় মুল ফাইল চাচ্ছে কিন্তু আমি কোনটা যে মুল উইন্ডোস ফাইল তা খুজে পাচ্ছি না। আমি হয়তো আপনাদের বুঝাতে পারলাম না। আপনাদের দুটো ছবি দেখাচ্ছি তাহলে বুঝবেন, এখানে Windows 7ও XP এর ডিভিডির স্কিনসট দিলাম, আমাকে বলবেন কি মুল সেটআপ দিতে গেলে শুধু কোন ফোল্ডারটা কপি করতে হবে। মানে এক্সট্রা কিছু সাড়া সুধু মুল বুটেবল ফাইল কোথায় রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.