কোন জায়গায় কোন সুন্দর মেয়ে দেখলে, গার্লফ্রেন্ডকে কোনদিন বলতে পারিনি, “আজ একটা খুব সুন্দর মেয়ে দেখলাম। ”
যদি বলেছি, তাহলে - অগণিত বার “সরি বাবা………….” বলতে হয়েছে।
কাঁদতে কাঁদতে কাটে সারারাত।
কিন্তু মেয়েরা কোন সুন্দর ছেলে দেখলে ঠিকই তাদের বয়ফ্রেন্ডকে বলে,-- “জানো আজকে কি হয়েছে?”
বয়ফ্রেন্ড: -“না জানালে, কি করে জানবো?”
(রাগের স্বরে) -“আচ্ছা তুমি আমার সব কথায় এই রকম করে উত্তর দাও কেন?”
বুদ্ধিমানরা আর কোন তর্কে না গিয়ে বলবে, সরি বাবা ভুল হয়ে গেছে, এই কান ধরলাম, আর এই রকম বলব না। এখন বল কি হয়েছে?
তখন গার্লফ্রেন্ড আলাদা একটা ভাব নিয়ে বলবে,
“আজ না এক রাজপুত্রের মত ছেলেকে দেখলাম।
ইচ্ছে হচ্ছিল তারে গালে একটা চুমু দিয়ে আসি। ”
থাক সংলাপের দিকে আর গেলাম না।
আচ্ছা বলেন তো ভাই সুন্দর ছেলে হলেই কি রাজপুত্রের মত চেহারা হবে, নায়কের মত চেহারা হবে??
পৃথিবীর সব রাজপুত্রই কি সুন্দর ছিল? তাদের মধ্যে কি কেউ কানা , ল্যাংরা ছিলনা???
আমি কোনদিন বুঝলাম না- “মেয়েরা রাজপুত্র, নায়ক বলতে, আসলে কি বুঝাতে চায়?
মাঝে মাঝে ভাবি, শালার রাজপুত্রই আগে হব। কিন্তু জানি নারে ভাই কেমনে রাজপুত্র হওয়া যায়?
আমি যতগুলো প্রেম দেখেছি- তার মধ্যে অধিকাংশ সময়, প্রেমিকারা তাদের মনের কথা শেয়ার করতে পারে। কিন্তু প্রেমিক পারে না।
আর যে দিন পারে, সেদিন – “সরি বাবা…………………………=ধ্রুবক হয়ে যায়। আর কোন কথা মুখে আসে না। ”
আর কোনদিন যদি কোন প্রেমিকার কথার প্রতিবাদ করেছে তো ,
প্রেমিকাদের সেই চিরাচরিত সংলাপ --- “পৃথিবীর সব ছেলেই এক রকম?”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।