বুকের ভেতর আগুন জ্বালাও চাপা থাকুক কুৎসিত হাসের ছানারা, চাপা থাকুক দগদগে ক্ষত বিভৎস সাপেরা গলার ভেতর কিলবিল করুক, চামড়া ফেটে পুজ বেরিয়ে চলুক অবিরত, আমি আমার সারা দেহ ঢেকে দিয়েছি মহান পোশাকে , আমার আর কি চাই ? একটা বাড়ি,একটা গাড়ি,সাদা চামড়ার তুলতুলে নারী? ঢেকে দিয়েছি সব! ঢেকে দিয়েছি শব! জীবন্ত, মূত, অদ্ভুদ স্বর্গীয় কার্পেটে ভাঙাচোড়া সিড়ি, উৎকট দুর্গন্ধময় জিহ্বা আড়াল করে দিতে পারি হাসি, বলতে পারি, [অতিথিকে]''ভালো আছেন? কতদিন পর হলো দেখা, তার নাই লেখা-জোকা, একটুখনি খাবার চেখে দেখুন না. পরিচারিকা আমার ভীষন রাধেন'' আমি আজ সভ্য হয়ে গেছি, পেয়ে গেছি অমূতের স্বাদ এখন কয়েকটা প্রবাদ , তৈরী হলেই আমি মহান প্রবাদ পুরুষ, আমার যত দোষ, ভীষন দুর্গন্ধময় , আরে নাহ্! পাবেন না ভয়, পারফিউম লাগিয়ে নিয়েছি তো, ভীষন মিষ্টি পারফিউম , আর কি চাই! কয়েকটা নারীর ওম।। অশ্লীল ? তবে থাক। অন্য কথায় আসি, যখন আমার পোশাকটা চাপিয়ে নিয়েছি, চামড়ায় লিগে থাকা জোকের মত কীট গুলো মরে যেতে বসেছিল প্রায়, হয়তো ভাবছেন তাতে আর এমন কী-ই বা হতো, কতগুলো নষ্ট ভ্রষ্ট, কীট-ই তো মরে যেত। অথচ ওরাই আমার অস্তিত্বের ভেতর বাহির, মহান পোশাক চাপিয়ে নিয়েছি বলই, আমি আমার অস্তিত্ব বিকিয়ে দেব,তা তো নয়, আমার অস্তিত্বের শেকড় তোমাদের চেয়ে অনেক গভীরে, যদিও আমি নষ্ট ভ্রষ্ট দুর্গন্ধময়, আমি আমার শেকড় ছড়িয়ে দিয়েছি চারপাশে,, ধীরে, ধীরে। মহান প্রবাদ পরুষ হতে চলেছি, তাই এখন কেবল কয়েকটা নারীর উষ্ণতা চাই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।