andharrat@জিমেইলডটকম
১. রস থাকলে রসগোল্লা,
রস ফুরাইলে পাদের গোল্লা!
২. অমানুষে মানুষ নিন্দে
বদনা নিন্দে ঝারি,
জোনাকী পোকা সূর্যে নিন্দে
এই দুঃখতে মরি।
৩. বাংগাল মানুষ নায়
দুই পাইয়া এক জন্ত,
ফালমারি গাছে উঠে,
লেংগুড় নাই কিন্ত।
৪. আধা বুইঝা আছিল বালা,
পুরা বুইঝা অইছে জ্বালা।
৫. একে ঘুম, দুইয়ে পাঠ,
তিনে গল্প, চাইরে হাঠ।
৬. কম আকলে তড়ে,
বেশি আকলে মরে।
একটু প্রবাদ-১৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।