জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে ।
এখন বিকাল সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে ।
আমি বাড়ি থেকে বের হয়ে সোজা ,আমাদের সেই গ্রামিন পথ ধরে হাঁটতে শুরু করলাম ।
প্রায় ৫০ মিনিট হাঁটার পর পৌছে গেলাম আমাদের গ্রামের নদটিতে ।
আচ্ছা এই ফাঁকে একটা কথা বলেনি ( নদ হচ্ছে যার জোয়ার নাই , আর নদী হচ্ছে যার জোয়ার আছে ) ও আসল কথায় আসি , এখন আমি নদটির পাড়ে দাঁড়িয়ে আছি ।
হটাৎ "আমার ও দেশেরি মাটির ও গন্ধে " গানটার কথা মনে পড়ে গেল । আসলে এখন আমি প্রকৃতির সৌন্দর্যে বিভোর । নদ পার হয়ে ,কিছু দূর যাই একি দেখি, সিম ক্ষেত তাও কিন্তু নদের পাড়ে উৎপাদন করা ।
দূরে নদ থেকে বালি তোলার দৃশ দেখা যাচ্ছে । চলুন একটু সেই দিখে যায় ।
..................... ভাইয়া একটু পাশে দেখেন তো সুন্দর দুটি নাম না জানা ফুল গাছ ।
(এগুলোর নাম যদি জানেন, তাহলে বলবেন কিন্তু )
চলেন আর কিছু ক্ষন এদিক সেদিক গুরাফেরা করি ।
......................................... একি সন্ধা হয়ে আসতেছে ।
বাড়ি ফিরতে হবে ।
বাড়ি ফিরার পথে আমি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।