আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ২৮

১৫ মার্চ, ২০১৩: # : রণি, মাসুদা ভাট্টির হাতে গতরাতে আন্দালিব রহমান পার্থকে ধর্ষিত হতে দেখে আপনার অনুভূতি কী? : কদিন আগে দক্ষিন আফ্রিকার কাছে পাকিস্তান ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ হতে দেখে পাওয়া গ্রাটিফিকেশনটা আরেকবার পেলাম আর কী! ১৮ মার্চ, ২০১৩: # ব্রেকিং: আমেরিকান ট্রাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার টাইসন গে সাকা'র 'গে গিরির্ִর ঘটনা শুনে লজ্জিত হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ২০ মার্চ, ২০১৩: # খেলাধুলার নিতান্ত টুকটাক খোজখবর রাখলেও @[698222595: দেবব্রত মুখোপাধ্যায়] কে চেনার কথা। খেলার সাথে কিছু ধুলা মিশিয়ে দেবু দা' @[419192004838736: খেলার কথা : ধুলার কথা] পেজটা খুলে ফেলেছেন। এবং পেজটা সম্পর্কে লিখেছেন, 'অপাঠক লাইকারের দরকার নেই'। আমার নাতিদীর্ঘ বন্ধু তালিকার শুধুমাত্র পাঠকরা, বিশেষ করে ক্রীড়া রোমান্টিকরা চাইলে গায়ে কিছু ধুলা লাগাতে এই পেজে একটু খেলতে যেতে পারেন।

# রেস্ট ইন পিস অনারেবল প্রেসিডেন্ট। ২১ মার্চ, ২০১৩: # গতকাল কোমর বয়সী একজন চ্যাটে লিখলো, 'বাহ, তুমি তো খেলা নিয়ে চমৎকার লেখো'। প্রোফাইলে গিয়ে দেখলাম ছেলেটার বয়েস একুশ। উত্তরে লিখলাম, 'বড়ভাই, আপনি তো চমৎকার প্রশংসা করেন'। খোঁটা না বুঝেই লিখলো, 'চালিয়ে যাও, ভালো করবে'।

উত্তরে আবার আপনি করেই লিখলাম, 'দোয়া করবেন ভাইয়া'। এই কাহিনী এক বন্ধুকে বলছিলাম আজ। ও উত্তর দিলো, 'বাতিল জিনিসের এই এক ক্যাড়ফা, বুঝলি? চার-পাঁচ বছর আগের প্রোফাইল পিক দিয়ে আর কদ্দিন চালাবি?' ২২ মার্চ, ২০১৩: # ১) বন্ধু জিগাইলো, 'এত যে ফেসবুকে যাস, কী এত মজা পাস? কী দেখতে যাস?' বললাম, 'ফেসবুক সেলিব্রেটিদের স্ট্যাটাস দেখতে যাই রে বানিয়া। মনে কর, এক সেলিব্রেটি দুই হাত লম্বা, ডেক্সটপের স্ক্রীন পুরোটা ভরে যাওয়ার মত লম্বা বিদগ্ধ আলোচনা নির্ভর একটা স্ট্যাটাস দিলো। এবং এক মিনিট হওয়ার আগেই সেখানে দেড়শ লাইক, দারুণ-জোস-হেব্বি-সুপার লিখে গোটা পাঁচেক কমেন্ট দেখা গেলো।

এই মজা কোথায় পাবো আর ফেসবুক ছাড়া?' ২) গতকাল অর্ধদিবস ছুটি ঘোষণার পরে একটা দোকানের সামনে দাঁড়িয়ে কোল্ড ড্রিংকস খাচ্ছিলাম। পাশের থেকে একজন বলছে, 'ব্যাটা মরবি তো রবি-সোম বারের দিকে মরতি। তাইলে তিনদিন ছুটি পাইতাম। আজকে অর্ধদিবসের সাথে শুক্র-শনি তো অ্যাম্নেই ছুটি। লাভ হইলো কী?' মাঝে মাঝে ভয়ানক অপরাধ প্রবনতা জেগে ওঠে।

ওই মুহূর্তে ওর মাথায় ডিউ এর বোতলটা দিয়ে বাড়ি মারতে ভয়ানক ইচ্ছে হইছিলো। ৩) আর কারো ওয়াল না দেখলেও প্রিয় কিছু ক্রীড়া সাংবাদিকের ওয়াল আমি নিয়মিত দেখে আসি। তো গত কিছু দিনে আমার স্ট্যাটাসে একবার উৎপল শুভ্র এবং একবার দেবব্রত মুখোপাধ্যায়কে সঙ্গত কারণে ট্যাগ করেছিলাম। ওসব স্ট্যাটাসে আমার ফ্রেন্ডলিস্টের অনেকে লিখে গেছে, 'আরে, উনি তো পাকিপ্রেমী, বার্সা পক্ষপাতদুষ্ট, আশরাফুলে অন্ধ' টাইপ কমেন্ট। এর সাথে প্রথম-আলোর খেলার পাতার সব দোষ চাপিয়ে দিয়ে গেছে এই দু'-জনার ঘাড়ে, যেন ইনারাই প্রথম-আলো চালায়! দু'জনই নিজেদের অবস্থান, সাংবাদিক সত্তা আর ব্যক্তিগত আবেগের অবস্থানের পার্থক্য পরিষ্কার করেছেন বটে কিন্তু আমার একাউন্টে তাদের টেনে এনে 'আলোচ্য বস্তু' করাতে আমার কান এখনও লজ্জায় লাল হয়ে আছে।

৪) গত কিছুদিন যত ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে তার প্রায় ৯০% ই চট্টগ্রাম-সিলেট-বগুড়া-দিনাজপুর আর সাতক্ষীরা থেকে। একসেপ্ট করার সময় বন্ধুকে দেখালাম কিছু। ও কইলো, শালারপুত, এখনও একাউন্টে লিখে রাখছোস, 'জামাত-শিবির বিশেষ চক্ষুশূল'। এখন দ্যাখ। ইয়াহু! শিবিরে আঁছড় করছে তোরে! ২৩ মার্চ, ২০১৩: # পুলিশের পর এবার সরকারের নির্দেশে টর্ণেডোর আঘাত।

২০ জন নিহতের সাথে আহত পাঁচ শতাধিকের উপরে। এই ব্যর্থ, ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলনে রাস্তায় থাকাকালীন সময়ে সরকার টর্ণেডো দিয়ে এলপাথারি আঘাত করে এই গণহত্যা চালিয়েছে। এই গণহত্যার দায় সরকারকেই নিতে হবে। ২৪ মার্চ, ২০১৩: # জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, ড্যামিয়েন মার্টিন, স্টিভ ওয়াহ, মাইক হাসি, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু সায়মন্ডস, শেন ওয়ার্ন, ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রা, জ্যাসন গিলেস্পি, স্টুয়ার্ট ম্যাকগিল.… কী সব প্লেয়ারই না দেখেছি একটা সময়। এই দলটার পাশে বাকি সব দলকে পাড়ার ক্রিকেট দল বলে ঠাওর হতো।

কালেভদ্রে কেউ এই দলটাকে হারালে বোল্ড হরফে লেখা হতো 'অঘটন'। কেউ এদের বিপক্ষে জিতলে ল্যাপ রান দিয়ে মাঠ প্রদক্ষিণ করতো, ছয়টা স্মারক স্ট্যাম্প নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত! সেই দলটাকেই কয়েক বছরের ব্যবধানে আজ ইন্ডিয়ার কাছে হোয়াইটওয়াশ অবস্থায় আবিষ্কার করলাম! দেখলাম, এখন রবীন্দ্র জাদেজার অর্ডিনারি স্পিন বিষেই নীল হয়ে যাওয়া এককালের প্রবল পরাক্রমশালী একটা দলের পরবর্তী প্রজন্মকে। হায় ক্রিকেট! কত বিষ্ময়ই না লুকিয়ে রাখো ওই বাইশ গজের মাঝে! ২৫ মার্চ, ২০১৩: # আমার এক রুমমেট বাড়িতে গেছে। সেই সুযোগে গত পরশু রাতে তার অংশে এই বিড়ালটা চারটা বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চাগুলো রেখে মাঝে মাঝে চলে যায়, আবার আসে।

একদম নিরবে, নি:শব্দে। একটা ম্যাওঁ ডাকও শুনিনি গত দু'দিনে। বাচ্চাগুলো চিঁ-চিঁ ও করে না। ভদ্র ফ্যামিলির কি-না! গতকাল রাতে জুনিয়র রুমমেট বললো, 'ভাই, এত ভদ্র বিড়াল আমি আমার জীবনে দেখিনি। আমাদের ঘুমের প্রতি বেচারি কত কেয়ারফুল! আচ্ছা ভাই, বাচ্চা প্রসবের সময়ও তো শব্দ করেনি।

করলে তো টের পেতাম। এ কী ভদ্রতার খাতিরে প্রসবযন্ত্রণাটাও চেপে গেছে?' বিড়ালের উপর আমার বিন্দুমাত্র ফ্যাসিনেশন নেই, শুধু ভদ্রতার খাতিরে স্মৃতিস্বরূপ 'ভদ্র' বিড়ালটার একটা ভদ্রস্থ ছবি আপলোড করে রাখলাম। ২৬ মার্চ, ২০১৩: # "This is Swadhin Bangla Betar Kendra. I, Major Ziaur Rahman, at the direction of Bangobondhu Sheikh Mujibur Rahman, hereby declare that Independent People's Republic of Bangladesh has been established. At this direction, I have taken the command as a temporary Head of the Republic. In the name of Sheikh Mujibur Rahman, I call upon all Bengalees to rise against the attack by the West Pakistan Army. We shall fight to the last to free our motherland. Victory is, by the grace of Allah. Joy Bangla." ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.