কতদিন সমুদ্রে যাই না! শেষ যেবার গিয়েছিলাম খুব উত্তাল ছিলো সমুদ্র। আমি সাতার জানতাম না। কিন্তু সমুদ্রের মহান বিশালত্বের কাছে যাবতীয় ভয় পরাভূত হয়েছিলো। কতদূর চলে গিয়েছিলাম! ভাসিয়ে নিয়েছিলো ঢেউ এবং আবেগ। রাতের বেলা সৈকত ফাঁকা ছিলো প্রায়।
সবাই সমুদ্র থেকে দূরে ছিলো। কিন্তু আমি ছিলাম ঘোরাচ্ছন্ন। নেমে গিয়েছিলাম সেই অদ্ভুত কালো অন্ধকারের আহবানে। বন্ধুরা মানা করছিলো "যাসনে! আর যাসনে!"
আমি যাবো। আবার যাবো।
হয়তোবা একা, হয়তোবা প্রিয় কাউকে সাথে নিয়ে... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।