স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার। যিনি আর্টিস্ট না বা হয়তো হইবেন তারে আর্টিস্ট বলতে গিয়া অ্যামেচার বলা হয়... এই স্নেহ সম্প্রদান কথিত ‘অ্যামেচার’-এর প্রতি বিনা বিচার সাজা প্রদানের মতো। যিনি আর্টিস্ট না তারে ‘আর্টিস্ট-না’ বলা যদি অশোভন হয় তাইলে ‘অ্যামেচার’ বলাও অশোভন। মানে কারু একজনের প্রচেষ্টার প্রতি ক্রিটিকদের বা আর্টপ্রেমীদের এই উল্লাস কেন! এইটা যশঃপ্রার্থী সাব্যস্ত কইরা অন্যের পিঠে হাত বুলানোর মতোই ক্রিটিক সীমার অতিক্রম। নভেম্বর ১১, ২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।