আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি হলো ২৩ হাজার প্রাথমিক বিদ্যালয়। প্রতিশ্রুতি পুরনে আরো এক ধাপ এগিয়ে গেল মহাজোট সরকার

বেপোয়া মানুষ মহাজোট সরকার ক্ষমতায় আসার পর যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে এবং জনগনের যৌক্তিক দাবীগুলো পুরনের জন্য যথা সাধ্য চেষ্টা করে চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৯ জানুয়ারি প্রাথমিক শিক্ষক সমাবেশে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষনার মাত্র ছয় মাস পর আনুষ্ঠানিকভাবে সরকারি করা হলো দেশের ২২ হাজার ৯২৫টি এমপিওভুক্ত রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম ধাপে ২২ হাজার ৯২৫টি বিদ্যালয়ের মধ্যে ঢাকায় ৪ হাজার ৮২৫টি, রাজশাহী ৩ হাজার ৩৭৫টি, চট্টগ্রামে ৩ হাজার ১৮৯টি, খুলনায় ৩ হাজার ৪৫২টি, বরিশালে ২ হাজার ৪২০টি, সিলেটে ১ হাজার ৩৬২ এবং রংপুরে ৪ হাজার ৩০২টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার কাজ চূড়ান্ত করা হয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এসব বিদ্যালয়ের ৯০ হাজার শিক্ষক যাতে করে সরকারি সব সুযোগ-সুবিধা পান সে ব্যবস্থা করা হবে।

তবে আগস্টের মধ্যে অধিগ্রহণকৃত বিদ্যালয়গুলোর সরকারিকরণের কার্যক্রম শেষ হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে সরকারি বেতন-ভাতা তুলতে পারবেন। শিক্ষকরা ২০১৩ সালের পয়লা জানুয়ারি থেকে সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। দ্বিতীয় ধাপে পয়লা জুলাই থেকে জাতীয়করণযোগ্য আরো দুই হাজার ২'শ ৫২টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ পর্যায়ে বিদ্যালয়সমূহ অধিগ্রহণের কাজ আগস্ট মাসের মধ্যেই শেষ হবে।

সর্বশেষ ধাপে ২০১৪ সালের পয়লা জানুয়ারি থেকে জাতীয়করণযোগ্য বিদ্যালয় ও শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কার্যক্রম যথাসময়ে গ্রহণ করা হবে। এ অধিগ্রহণের কাজ শেষ হলে ২০১২ সালের ২৭ মের আগে স্থাপিত ও পরিচালিত দেশের রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড ও এনজিও পরিচালিত প্রায় ২৬ হাজার ২০০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কাজ শেষ হবে। এর মাধ্যমে প্রায় ১ লাখ ৪ হাজার শিক্ষক সরকারি বেতন-ভাতা পাবেন। দেশ ও জাতির কল্যাণের কথা চিন্তা করে দেশের নাগরিক সাধারণের দাবীপুরণে মহাজোট সরকার যে আপ্রাণ চেষ্টা করে তা প্রমান হলো। তা না হলে মাত্র ছয় মাসের মাথায় এতবড় একটি আর্থিক সংশ্লিষ্ট পদক্ষেপ বাস্তবায়ন করা দুরুহ হত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.