ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে। যারা মুসলমান, যারা ইহুদী, সাবেয়ী, খ্রীষ্টান, অগ্নিপুজক এবং যারা মুশরেক, কেয়ামতের দিন আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ফায়সালা করে দেবেন। সবকিছুই আল্লাহর দৃষ্টির সামনে। (Al-Hajj: 17) "দেখা যায় বিসমিল্লাহ বলে বা কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করলে এর মধ্যে তারা সাম্প্রদায়িকতার দুর্গন্ধ বোধ করে প্রায় বমি করে ফেলেন। অথচ এই তারাই আবার বেশ সস্তির সাথে ঢাক বাজিয়ে, মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, ওম শান্তি! ওম শান্তি!! উচারণ করে অনুষ্ঠান শুরু করেন এবং অনুষ্ঠান পর্ব শেষ করেন নমোঃ তস্য ভগওয়াতো অরহোতো সম্মা সম্বুদ্ধস্য বলে। (উল্লেখ্য- ঢাকের বাদ্য, মঙ্গল প্রদীপ এবং ওম শান্তি- এ তিনটি হল হিন্দু সমাজের পজার তিনটি আবশ্যিক উপকরণ। আর ‘নমোঃ তস্য ভগওয়াতো অরহোতো সম্মা সম্বুদ্ধস্য-এই বাক্যটি হল নিরীশ্বরবাদী বৌদ্ধদের একটি প্রিয় স্তাতি।) ১৯৯৮ সালের মার্চ মাসে ঢাকার বৃটিশ কাউন্সিল হলে উপরোক্ত পদ্ধতিতে তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদীদের একটি অনুষ্ঠান হয়েছিল।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।