আমাদের কথা খুঁজে নিন

   

গাড়িটা যেন অবশ্যই লাল হয়?

সময়কে কাধে নিয়ে চলো বন্ধু

বাবা একটি গাড়ি কিনেছেন। আজ চট্টগ্রাম পোর্ট থেকে একটি সাদা ভক্সি গাড়ি কিনেছেন। কি মজা তাইনা। আজ রাতে ঘুমাতে পারবো কিনা কে জানে। তবে এ আনন্দ বুঝানো যাবে না।

আজ সারাদিন খোজ নিয়েছি বাবা কি হল? কত দূর? গাড়ি কি রংয়ের? সন্ধ্যার পর বাবা বললেন তিনি আসছেন। সাথে বড় ভাইও ছিলেন, ছিলেন গাড়ি এক্সপার্ট হাকিম ভাইও। আজ সারাদিন শুধু একটাই কল্পনা ছিল গাড়িটা কেমন হবে, লাল হলে ভাল হয় না হলুদ আচ্ছা গাড়িটা কখন আসবে? বিকেলে বাবাকে ফোন গাড়িটা যেন অবশ্যই লাল হয়? তারা এতো দেরি করছে কেন? হ্যা, পাঠক গাড়ি কিনার গল্পটি সত্যি তবে গাড়িটি কাছে পাওয়ার এই অস্থিরতা আমার নয়। আমার প্রতিদিনের প্রিয় মুখ, প্রিয় চাচ্চু মুয়াজের। জুহায়ের আনজুম মুয়াজের বয়স প্রায় ৪বছর হবে।

আর তাকে ঘিরেই আমাদের বাসার যত আনন্দ আর হৈ হল্লা। বাবা ও বড় ভাই যখন বাসায় ফিরলেন গাড়ি ছাড়া (গাড়িটি আগামীকাল আনা হবে, সবকিছু ফাইনাল হয়ে গেছে) তারা কেন বাসায় ফিরল সেজন্য ঘরে এখন তুফান চলছে। আর সবাই মুয়াজকে বুঝানোর চেষ্টা করছে। সে আমাকে বন্ধু কখনো চাচ্চু বলে ডাকে। কিছুদিন আগে তার আম্মুর একটি অপারেশনের সময় সে খুব এককী নীরব হয়ে গিয়েছিল।

তার আম্মু থাকতো হাসপাতালে। আর সে থাকতো বাসায় আমার অনার্স পড়ুয়া বোনটির সাথে। তার এই মনের দূর্বলতা দূর করার জন্য ঐদিন তার বাবা একটি ছোট্ট লাল সাইকেল কিনে দিলেন। অন্তত শান্তনা যেন পায় তার মায়ের একাকীত্ব দূর করার জন্য। মুয়াজের প্রতি আমার ডিউটি প্রতিদিন হল- বিকেলে যখন সে ঘুম থেকে উঠবে তখন বার্ডের রাস্তায় তাকে আমি তার ছোট্ট সাইকেলে বেড়াতে যেতে হবে।

যদি কখনো আমি বাসায় না থাকি বা তাকে নিয়ে বিকেলে বেড়াতে না যাই তাহলে সে আমাকে কম্পিউটারে বসতে দেয়না। এমন আদরের একটি শিশুর জন্য সবারই ভালোবাসা থাকে। আর আমার একান্ত কামনা এই ছোট্ট বন্ধু চাচ্চুটিকে আল্লাহ যেন অনেক মর্যাদাবান মানুষে পরিণত করেন। সকলের নিকট তার জন্য দোয়া প্রার্থনা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।