আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ বনাম ভারতের কোটা সিস্টেম only for those who compare

অনেকেই বলেন যে পার্শ্ববর্তী দেশ ভারতেও কোটা আছে,আমাদের এখানে থাকলে দোষ কি? কিন্তু তারা হয়ত জানেন না বা জানলেও এরিয়ে যান ভারতের কোটা সিস্টেমের চমৎকার কিছু দিক। বাংলাদেশ আর ভারতের কোটা সিস্টেমের পার্থক্যটা তারা বলতে চান না । তাই আসুন জেনে নিই কি কারনে ভারতের কোটা সিস্তেমকে চমৎকার বললাম -- যে জনগোষ্ঠী ভারতে কোনও কোঁটার আওতায় পরবে তাদের জন্য অবশ্যই পালনিয় কিছু শর্ত রয়েছেঃ ১, কোনও পরিবার মাত্র একবারই কোটা ব্যবহার করতে পারবে অর্থাৎ কোনও পরিবারে একাধিক ভাই বোন থাকলে তাদের একজন কোটায় কোনও সরকারী চাকরি পেলে ওই পরিবারের বাকি সদস্য কোনদিনই আর কোটা পাবে না। ২, কোনও পরিবারে ডাক্তার, প্রকৌশলী, সরকারি চাকরি জীবী থাকলে ওই পরিবার কোটা পাবে না। ৩, যিনি কোঁটার জন্য আবেদন করতে চান তাকে শুধু ওই কোঁটার জন্যই বিবেচনা করা হবে , কোটায় চাকরি না পেলে ওই ব্যক্তি ওই নিয়োগ পরীক্ষায় আর সাধারন কোঁটার জন্য বিবেচিত হবেন না। ৪, একবার কেউ কোটায় চাকরি পেলে আর কোনও সরকারি পরীক্ষায় তিনি ওই কোটায় আবেদন করতে পারবেন না অর্থাৎ এরপর তাকে সবসময় শুধুমাত্র সাধারন মেধা কোটায় আবেদন করতে হবে।৫, প্রতি দুই বছর পর পর স্থায়ী কমিশনের মাধ্যমে বাস্তব অবস্থার প্রেক্ষিতে(পিছি য়ে পরা জনগোষ্ঠী কততা এগিয়েছে বা নতুন কোনও জনগোষ্ঠী কোটা সুবিধার আওতায় আসবে কিনা বা বর্তমান কোনও জনগোষ্ঠীকে বাদ দিতে হবে কিনা) কোটা পুনরবিন্যাস করা হয়। (collected)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.