আমি ভাল নেই আমার এক বন্ধু মুক্তিযোদ্ধা কোঁটার কারণে সহজেই বিসিএস প্রিলিতে টিকে উৎফুল্ল হয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। সাথে সাথে তার উপর অকথ্য নোংরা ভাষার আক্রমন শুরু সেই স্টাটাসের কমেন্ট বক্সে। প্রায় পুরো দিন গেল সে আর কোন উত্তর দেয় না। শেষ পর্যন্ত সে এক ব্যাক্তির কমেন্টের রিপ্লাই দিলো। আরিফ জামালঃ দেশটা কী তোর বাপের যে তুই এই সুবিধা পাবি? সাইফুল ইসলামঃ যার বাবা এই দেশের জন্য পঙ্গু হলো, দেশটা কী তার বাবার নয়? আমার বাবা ২১ অক্টোবর ১৯৭১ সালে ২ নং সেক্টরের অধীনে যুদ্ধরত অবস্থায় এক পা হাঁটু পর্যন্ত হাঁরিয়ে ছিলেন, তবুও কী দেশটা আমার বাবার নয়? এর কিছুক্ষণ পরেই সে আইডিটা ডিএকটিভেট করে ফেললো। ফোনেও তাকে পাচ্ছি না। সত্যিই তো, যার বাবা এই দেশের জন্য পঙ্গু কিংবা শহীদ হলো, যার মা-বোন এই দেশের জন্য ধর্ষিত হলো; দেশটা কি তার বাবা কিংবা মায়ের নয়...?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।