আমাদের কথা খুঁজে নিন

   

নোটপ্যাড ট্রিকস... (একটি সংকলিত পোস্ট)

অস্তিত্বহীন অস্তিত্ব...

নোটপ্যাড দিয়ে মজার মজার ট্রিক করা যায়। তা তো সবাই জানেন, কারণ অনেকেই অনেক পোস্ট দিয়েছেন এটা নিয়ে। আমি আজকে সবার পোস্ট সংকলন করে একটা পোস্ট দিলাম। এর একটাও আমার নিজের কৃতিত্ব না। বিভিন্ন জনের পোস্ট থেকে নেওয়া।

সবগুলা নোটপ্যাড ট্রিক একসাথে করার জন্যই এই পোস্ট। শুরু করা যাক। ১... CapsLock.VBS এই ফাইলটা চালু করলে আপনার কীবোর্ডের ক্যাপ্‌স-লক অনবরত চালু আর বন্ধ হতে থাকবে... নিজে বানান এভাবে- >নোটপ্যাড চালান। >লিখুন নিচের কোডগুলো। Set wshShell =wscript.CreateObject("WScript.Shell") do wscript.sleep 100 wshshell.sendkeys "{CAPSLOCK}" loop >সেভ করুন CapsLock.VBS নামে।

২... CDROM.VBS এই ফাইলটা ওপেন করলে সিডি রম ড্রাইভ খালি খুলবে আর বন্ধ হবে... নিজে বানান এভাবে- >নোটপ্যাড চালান। >লিখুন নিচের কোডগুলো। Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7") Set colCDROMs = oWMP.cdromCollection do if colCDROMs.Count >= 1 then For i = 0 to colCDROMs.Count - 1 colCDROMs.Item(i).Eject Next For i = 0 to colCDROMs.Count - 1 colCDROMs.Item(i).Eject Next End If wscript.sleep 5000 loop >সেভ করুন CDROM.VBS নামে। ৩... Keyboard.VBS এই ফাইলটা ওপেন করলে আপনার কীবোর্ড নিজেই লেখা শুরু করবে... নিজে বানান এভাবে- >নোটপ্যাড চালান। >লিখুন নিচের কোডগুলো।

Set wshShell = wscript.CreateObject("WScript.Shell") do wscript.sleep 100 wshshell.sendkeys "You are a fool." loop >সেভ করুন Keyboard.VBS নামে। ৪... Message.BAT এই ফাইল চালু করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে... নিজে বানান এভাবে- >নোটপ্যাড চালান। >লিখুন নিচের কোডগুলো। @ECHO off :Begin msg * Hi msg * Are you having fun? msg * I am! msg * Lets have fun together! msg * Because you have been o-w-n-e-d GOTO BEGIN >সেভ করুন Message.BAT নামে। ৫... Shutdown.BAT এটি চালু করলে পিসি বন্ধ হয়ে যাবে... নিজে বানান এভাবে- >নোটপ্যাড চালান।

>লিখুন নিচের কোডগুলো। @echo off msg * I don't like you shutdown -c "Error! You are too stupid!" -s >সেভ করুন Shutdown.BAT নামে। ৬... Backspace.VBS এটি আপনার ব্যাকস্পেস কী চাপবে... নিজে বানান এভাবে- >নোটপ্যাড চালান। >লিখুন নিচের কোডগুলো। MsgBox "Let's go back a few steps" Set wshShell =wscript.CreateObject("WScript.Shell") do wscript.sleep 100 wshshell.sendkeys "{bs}" loop >সেভ করুন Backspace.VBS নামে।

৭... Ghost.VBS ভূতে আপনার পিসিতে লিখবে... নিজে বানান এভাবে- >নোটপ্যাড চালান। >লিখুন নিচের কোডগুলো। WScript.Sleep 10000 Set WshShell = WScript.CreateObject("WScript.Shell") WshShell.Run "notepad" WScript.Sleep 100 WshShell.AppActivate "Notepad"Hello , ho WScript.Sleep 500 WshShell.SendKeys "Hel" WScript.Sleep 500 WshShell.SendKeys "lo " WScript.Sleep 500 WshShell.SendKeys ", ho" WScript.Sleep 500 WshShell.SendKeys "w a" WScript.Sleep 500 WshShell.SendKeys "re " WScript.Sleep 500 WshShell.SendKeys "you" WScript.Sleep 500 WshShell.SendKeys "? " WScript.Sleep 500 WshShell.SendKeys "I a" WScript.Sleep 500 WshShell.SendKeys "m g" WScript.Sleep 500 WshShell.SendKeys "ood" WScript.Sleep 500 WshShell.SendKeys " th" WScript.Sleep 500 WshShell.SendKeys "ank" WScript.Sleep 500 WshShell.SendKeys "s! " >সেভ করুন Ghost.VBS নামে। ৮... Enter.VBS আপনার এন্টার কীর ১২টা বাজবে... নিজে বানান এভাবে- >নোটপ্যাড চালান। >লিখুন নিচের কোডগুলো।

Set wshShell = wscript.CreateObject("WScript.Shell") do wscript.sleep 100 wshshell.sendkeys "~(enter)" loop >সেভ করুন Enter.VBS নামে। ৯... TalkIt.VBS আমার দেখা সবচেয়ে ছোট টেক্সট টু ভয়েস কনভার্টার... নিজে বানান এভাবে- >নোটপ্যাড চালান। >লিখুন নিচের কোডগুলো। Dim msg, sapi msg=InputBox("Enter your text","My text to speak") Set sapi=CreateObject("sapi.spvoice") sapi.Speak msg >সেভ করুন TalkIt.VBS নামে। ১০... Disco.VBS আপনার কীবোর্ড দিয়ে ডিস্কো লাইট বের হবে... নিজে বানান এভাবে- >নোটপ্যাড চালান।

>লিখুন নিচের কোডগুলো। Set wshShell =wscript.CreateObject("WScript.Shell") do wscript.sleep 100 wshshell.sendkeys "{CAPSLOCK}" wshshell.sendkeys "{NUMLOCK}" wshshell.sendkeys "{SCROLLLOCK}" loop >সেভ করুন Disco.VBS নামে। ১১... Virus.BAT ভয় পাবেন না। এটা ভাইরাস না। স্রেফ ফাইজলামি... নিজে বানান এভাবে- >নোটপ্যাড চালান।

>লিখুন নিচের কোডগুলো। @echo off title VIRUS color 06 echo YOU HAVE A VIRUS ON YOUR COMPUTER pause echo CONTACTING ANTI-VIRUS.... pause echo DO YOU WANT TO DELETE VIRUS? pause echo ACCESS DENIED echo ACCESS DENIED echo ACCESS DENIED pause echo ACTIVATING VIRUS..... echo VIRUS ACTIVATED!!!! pause :1 dir/s goto 1 >সেভ করুন Virus.BAT নামে। এই ট্রিকগুলো আপনার কম্পিউটারের কোন ক্ষতি করবে না। তবে ভয় পাইয়ে দেবে। আপনার বন্ধুর কম্পিউটারে চালিয়ে ভয় পাইয়ে দিতে পারেন।

এরপর তা বন্ধ করে দিয়ে বাহাদুরি(!)ও দেখাতে পারেন। এমনিতে কম্পিউটার রিস্টার্ট দিলেই বন্ধ হয়ে যায়। তাছাড়া Task Manager ওপেন করে wscript.exe বন্ধ করে দিলেও বন্ধ হয়ে যাবে। আমার অন্যান্য প্রচেষ্টা- বেওউল্ফ ভাই... হ্যাঁ... আপনাকেই খুঁজছি... (গেমার ভাইদের জন্য অবশ্যই পড়া উচিত, বাকিরা না আসলেও চলবে) সফট পাগলা... যে কোন সফটওয়্যারের জন্য বলুন... পাগলা সেটা হাজির করতে চেষ্টা করবে... আপনার এক্সপিকে দিন উইন্ডোজ ভিস্তা বা সেভেন-এর রূপ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.