রাজাকার মুক্ত বাংলাদেশ চাই
আমি জীবনে মাত্র ২ বার বিড়ি/সিগারেট খেয়েছিলাম।
প্রথমবার যখন ক্লাশ টুতে পড়তাম, তখন। ২৫ পয়সা দিয়ে একটা আবুল বিড়ি কিনেছিলাম। উদ্দেশ্য ছিলো, বড় ভাইয়ের বাইলোজী বক্সের আতশী কাঁচ দিয়ে সূর্যালোকে তাপ দিয়ে বিড়িতে আগুন ধরানো। দুপুরে যখন সবাই ঘুমালো, তখন একা একা ছাদে উঠে অনেক কসরৎ করে আবুল বিড়িতে আগুল জ্বালাতে পারলাম, অতঃপর আগুন যখন ধরলোই, আবুল বিড়িতে একটা টান দিয়েই দিলাম।
মনে হলো চোখ মুখে অন্ধকার দেখছি। কাশি দিতে দিতে শেষ। সব ফেলে দিয়ে লুকিয়ে লুকিয়ে বাসায় আসলাম।
২য়বার সিগারেট ধরালাম বিশ্ববিদ্যালয়ে এসে, বন্ধুদের পাল্লায় পড়ে নয়, গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে। তার কেন জানি মনে হলো, বিড়ি সিগারেট খেলে নাকি মানুষকে স্মার্ট লাগে।
আমি যেন টেস্ট বেসিসে একটা বিড়ি খেয়ে দেখি। নিউমার্কেট থেকে ২৫ টাকা দিয়ে একটা লাইট সিগারেট কিনেছিলাম, নাম মনে পড়ছে না। এই সিগারেট খাওয়া উপলক্ষে তিনি আমাকে ২৫০ টাকা দিয়ে একটা লাইটারও কিনে দিয়েছিলেন। অনেক আয়োজন করে সিগারেট ধরালাম, যথারীতি কাশি শুরু হয়ে গেল।
তিনি আমার কাশি দেখে শেষপর্যন্ত রণেভঙ দিলেন, বললেন, থাক আর খেতে হবে না।
এবং আমি স্মার্ট হতে পারলাম আজও।
যে কারণে লিখা:
গতরাতে আমি স্বপ্নে দেখলাম ৪টা সিগারেট কিনছি, নিজে খাওয়ার জন্য।
আমার মধ্যে কখনো সিগারেট খাওয়ার ইচ্ছে জাগে নাই। তারপরও এমন স্বপ্ন দেখলাম কেন? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।