আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার তাহারই

যা কিছু সত্য, সুন্দর তার সাথেই আমি আজ বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে স্লোগান দেয়া হচ্ছে.....কারণ তারা অনেক বড় অপরাধ করেছেন এই দেশ স্বাধীন করে...কি দরকার ছিল তাদের নিজের জীবনের মায়া ত্যাগ করে, প্রিয় মানুষদের মায়া ত্যাগ করে, মমতাময় বাবা,মা, বউ, সন্তানদের কথা চিন্তা না করে যুদ্ধ করে দেশ স্বাধীন করার? তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে আজকে তোমরা তাদেরই অপমান করছ.....তোমাদের ১০০% সুযোগ চায়! কত জন সরকারী চাকুরীতে সুযোগ পেত পাকিস্তান আমলে ? কত স্বাধীনতা ছিল মানুষের? মুক্তিযোদ্ধারাই তোমাদের জন্য এই বাংলাদেশ সৃষ্টি করেছেন..তারা স্বপ্ন দেখেছেন গোটা জাতির ভবিষ্যতের....তারা বীর, তারা মহান...প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার তাহারই'........। সেই সময় যারা কাপুরুষ ছিল, যাদের কাছে সবচেয়ে বড় ছিল আপন এবং নিজের স্বার্থ...তারাই লুকিয়ে ছিল...ঘরে....পরে তারাই ভোগ করেছে সব সুখ....আজকে তাদের উত্তরসূরীরাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে....কারণ তাদের স্বার্থের প্রশ্ন এখানে.....। আমরা সেই বীরের সন্তান যারা সবকিছু বিসর্জন দিতে পারে.....মুক্তিযোদ্ধাদের যেটুকু সুযোগ সুবিধা আছে তা তুলে নিয়ে তাদেরকে দেয়া যেতে পারে......নতুন কোটা হবে শুধু নন মুক্তিযোদ্ধার সন্তানদের ১০০%.......।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.