সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের প্রতিরোধ করতে প্রয়োজনে সরকার আরো কঠোর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে যশোরের অভয়নগরের মালোপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনকারীদের কঠোর হাতে দমন করা হবে। সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের প্রতিরোধ করতে প্রয়োজনে সরকার আরো কঠোর হবে। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য যত কঠোর হওয়া দরকার সরকার হবে।
তিনি বলেন, তাদের অত্যাচার, নির্যাতন ভাষায় বর্ণনা করা যায় না। অভয়নগরের মানুষের অপরাধ কী? কিছুই না। তারা ভোট দিতে গেছে। সেটা মানুষের সাংবিধানিক অধিকার।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি মুখে বলেন যে, কেউ ভোট দিতে যায়নি।
তাহলে ভোট দিতে যাওয়ার অপরাধে এই জুলুম-নির্যাতন কেন?
খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা আরও বলেন, বিএনপির নেতা এখন জামায়াতের আমির হয়ে গেছেন। জামায়াতকে নিয়েই তার ওঠাবসা। বিএনপির কাজ যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করা। যুদ্ধাপরাধের জন্য যাদের বিচার হচ্ছে, শাস্তি হচ্ছে, তাদেরকে বিএনপির নেতা মন্ত্রী বানিয়েছেন। যুদ্ধাপরাধীদের হাতে বিএনপির নেতা পতাকা তুলে দিয়েছেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এখানকার মাটির সন্তান। আপনারা এই এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। আপনারা মনে জোর নিয়ে, নিজেদের অধিকার নিয়ে বাঁচবেন। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী নির্বাচনোত্তর সহিংসতায় যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারের প্রত্যেককে ২০ হাজার থেকে ১ লাখ টাকার চেক প্রদান করেন।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের পক্ষে শেখর চন্দ্র বর্মণ ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন ও মন্দির সম্প্রসারণ করার দাবি জানান। প্রধানমন্ত্রী তাকে আশ্বাস দেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।