আমাদের কথা খুঁজে নিন

   

NETQIN ANTI-VIRUS SOFTWARE :- একটি সফল মোবাইল উদ্ধার ( rescue of mobile ) এর সত্য ঘটনা ঃ ( unbelievable ? believe it . )

i want to live simple and die simple বন্ধুর পিক-আপে করে যাচ্ছিলাম । জানালার কাঁচ সামান্য নামানো ছিল । সায়েদাবাদ ফ্লাই ওভার এর সামনে থিকা ওই সামান্য নামানো জানালার   ফাঁক দিয়া আমার সাধের নোকিয়া - ই ৫ মোবাইলটা টান মেরে নিয়া গেল । নতুন মোবাইলে কেনার মতো সময় না থাকায় কিছুটা মন খারাপ   করে আমার দ্বিতীয় মোবাইলটা ( নোকিয়া ১৬১৬ ) নিয়া কর্মস্থলে (ঢাকা থেকে অনেক দূর ) চলে গেলাম , পরদিন। আসল ঘটনা শুরু হল তার   একদিন পর ।

মোবাইলে ( চুরি যাওয়াটা তে ) নেটকিন এ্যান্টি ভাইরাস নামে এক সফটওয়ার ইনস্টল করা ছিল , যার মধ্যে  anti-theft নামে   একটা অপশন ছিল যার কাজ হলো আমার মোবাইলে ( নোকিয়া ই-৫ ) অন্যের সিমকার্ড ঢুকালে সেই সিমকার্ডের নাম্বার আমার অন্য মোবাইলে   (নোকিয়া ১৬১৬ )    ব্যবহারকারীর অজান্তে পাঠিয়ে দেয়া । ত সেই নিয়মে আমার নোকিয়া ১৬১৬ এ চুরি যাওয়া মোবাইলে যার সিম ব্যবহার   হচ্ছে তার নাম্বার চলে এলো । ওঈ নাম্বারে ফোন দিয়ে বললাম - আমি রমনা থানা হতে ওসি বলছি । আপনি যে ফোন টা এখন ব্যবহার করছেন   ওটা কি কোনো ভালো দোকান থেকে কিনেছেন ? ওপাশ থেকে বললো - না , পরিচিত লোকের মাধ্যমে । বললাম – মোবাইলটা নিয়া তো   ঝামেলা আছে ।

আপনি কি হেল্প করবেন ? অই পাশে দেখলাম কাঁপা কাঁপা শুরু হইয়া গেসে … জ্বী জ্বী আর অবশ্যই অবশ্যই এর বন্যা বইয়া   গেলো । পরে ফোন করব বলে লাইন কেটে দিলাম । বিকালে মোবাইলের মালিক হিসাবে নিজে ই ফোন করে কথা বললাম । প্রথমে বললাম -   মোবাইলটা এখন আর অন্যের কাছে বিক্রি করে ও লাভ নাই কারন উনার সিম নাম্বার ত আমরা পাইয়া ই গেছি । তাই উনি যেন আমার   মোবাইলটা যেন ফেরত দেন ।

ওপাশে দেখলাম সুর নরম - বললেন উনি একজন ছাত্র ,, এক স্বল্প পরিচিত লোকের মাধ্যমে মোবাইলটা   কিনেছেন লোভে পরে ( অল্প টাকায় বেশী দাম এর মোবাইল!) বললাম - আমি আপনাকে যত টাকা দিয়া কিনসেন তা দিয়া দেই , আপনি   মোবাইল ফেরত দেন কারন আমি এই মোবাইলে অভ্যস্ত হয়ে গেছি । । ওপাশ থেকে বলল - সব ঘটনা আমার আব্বা কে বলসি এবং মোবাইল   বিনা পয়্সায় ই ফেরত দিতে চাই .… কিন্তু আব্বা ভয়  পায় যদি ঝামেলা তে পরি ( পুলিশি বা খারাপ চক্র এর)… যাই হোক অনেক ভাবে   অভয় দেয়ার পর সে রাযি হলো । আমি যেহেতু তখন ঢাকার বাইরে তাই আমার বন্ধুর অফিসের ঠিকানা দিয়া বললাম যে ওইখানে মোবাইল   জমা দিয়া টাকা নিয়া যাইতে । কয়েকদিন পর ঢাকা থেকে আমার অফিসের এক লোক এর মাধ্যমে মোবাইল আমার কাছে ফিরে পেলাম !!!!!   জয়ুতু  NETQIN ANTI-VIRUS .               ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।