এখন কম্পিউটারের পাশাপাশি মোবাইলগুলো ও বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তার প্রধান দুটো কারন হলো ব্লুটুথ এবং মেমোরী স্টিক। কারন আমরা ব্লুটুথ এবং মেমোরী স্টিকের মাধ্যমেই mp3, video, photo ইত্যাদি আদান প্রদান করি। আর এইসব আদান প্রদান করার সময় ভাইরাসগুলো এক মোবাইল থেকে অন্য মোবাইল চলে যায়। ভাইরাসের কারণে আমাদের মোবাইলগুলো হাং হয়ে যায় এবং ঠিক মত কাজ করে না।
আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আছে অনেক ধরনের এন্টিভাইরাস। কিন্তু বেশিভাগই কিনতে হয়। আমি আজকে যে এন্টিভাইরাসের খবর দেব তা সম্পূর্ণ ফ্রী। খুব পরিচিত একটি এন্টিভাইরাস যার নাম হলো NetQin Mobile Antivirus।
এবার বলি কিভাবে ডাউনলোড করবেন।
এই লিংকে ক্লিক করুন দেখবেন লেখা আছে Select Device। ওখান থেকে আপনার মোবাইল সেটের মডেল সিলেক্ট করুন। তার পরেই আপনি ডাউনলোড লিংকটি পেয়ে যাবেন। ডাউনলোড শেষে ব্যাবহার করুন। আর ভাইরাস থেকে মুক্ত থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।