আমাদের কথা খুঁজে নিন

   

গরুর হাটে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা বেলা দুটায় হাটে গিয়েছিলাম, খাসি কোনার জন্য। স্থান তিব্বতের পূর্ব পাশে কলনী মাঠ। সাইন বোর্ড অনুযায়ী বিশাল কিছু আয়োজন হবে মনে করেছিলাম। দেখলাম । গোটা বিশেক গরু, গোটা দশেক ছাগল।

গতকালের ৫,০০০(পাঁচ হাজার) টাকার খাসি আজকে স্বল্পতা হেতু ১০,০০০(দয়শ হাজার)। মঞ্চ বানিয়েছে, আয়োজকরা অবশ্যি। উঁচুতে লেখা "হাসিল শতকরা ৫ ভাগ"। অর্থাৎ যে দামেই বিক্রি করুন না কেন, বিক্রি দামের ৫% বিক্রেতাকে আয়োজকদের দিয়ে যেতে হবে। স্বল্পতা কৃতৃমভাবে সৃষ্টি করা হয়েছে বলে জানানো হচ্ছে।

যমুনার ওপারে গরু বোঝাই ট্রাক নাকি নেতারা (দাম বাড়ার উদ্দেশে) ঢাকার দিকে আসতে দিচ্ছেন না। হাসিল থেকে বিষয়টি অবশ্য সহজেই অনুমেয়। ছবি নিয়েছি পরে দেব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।