আমাদের কথা খুঁজে নিন

   

"হলিউডের সর্বকালের সেরা ব্যায়বহুল ছবিগুলো"

সকল স্বপ্ন সত্য হবে- ছেড়েছি এই আশা, জরুরী নয় সব স্বপ্নই- সত্য রুপে আসা... হলিউডের ছবি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। শতাব্দির পর শতাব্দি ধরে হলিউডের অসাধারন ছবিগুলো জয় করে আসছে অগনিত দর্শকের মন। 'পারফেকশনিযম' হলিউডের ছবিগুলোর মূল অস্ত্র। যত কম বাজেটের ছবিই হোক না কেন, পারফেকশন থাকতে হবে। একটা পারফেক্ট ছবি বানাতে এর পিছনে তারা অকল্পনীয় শ্রম দেয়।

ঢেলে দেয় তাদের সব জ্ঞান। মাঝে মাঝে কিছু ছবির জন্য এমনও বাজেট করা হয় যা অকল্পনীয়। 'বাজেট' অবশ্যই অতি প্রয়োজনীয় একটি জিনিষ যা একটি ছবিকে পূর্ণতা দেয়। তবে, অনেক সময় কম বাজেটের ছবিটিও কিন্তু অন্যসব ছবিকে পিছনে ফেলে দেয়। যাই হোক, বিখ্যাত ম্যাগাজিন 'ফোর্বস', হলিউডের সর্বকালের সেরা ব্যায়বহুল ছবির একটি লিস্ট প্রকাশ করে।

চলুন দেখা যাক হলিউডের 'সর্বকালের সেরা ব্যায়বহুল সেই ছবিগুলো'- Cleopatra (1963) ডিরেক্টরঃ জোসেফ ম্যানকিওয়িকজ, ড্যারেল জ্যানাক নির্মাণ ব্যায়ঃ ৪৪ মিলিয়ন ডলার বক্স অফিস গ্রসঃ ৬২ মিলিয়ন ডলার মূল চরিত্র- এলিজাবেথ টেইলর, রিচার্ড বারটন, রেক্স হ্যারিসন Waterworld (1995) ডিরেক্টরঃ কেভিন রেনোল্ডস নির্মাণ ব্যায়ঃ ১৭৫ মিলিয়ন ডলার। বক্স অফিস গ্রসঃ ২৬৪ মিলিয়ন ডলার। মূল চরিত্র- কেভিন কোস্টনার, জিন ট্রিপলহর্ন, ডেনিস হুপার Titanic (1997) ডিরেক্টরঃ জেমস ক্যামেরন নির্মাণ ব্যয়ঃ ২৮৫ মিলিয়ন ডলার বক্স অফিস গ্রসঃ ১.৮ বিলিয়ন ডলার মূল চরিত্র- লিওনার্দো ডি ক্যাপ্রিও, কেট উইন্সলেট Terminator 3: Rise of the Machines (2003) ডিরেক্টরঃ জেমস ক্যামেরন নির্মাণ ব্যয়ঃ ২০০ মিলিয়ন ডলার বক্স অফিস গ্রসঃ ৪৩৩ মিলিয়ন ডলার মূল চরিত্র- আর্নল্ড সোয়ার্জেনেগার, ক্রিসটানা লকেন Spider-Man 2 (2004) ডিরেক্টরঃ স্যাম রেইমি নির্মাণ ব্যয়ঃ ২০০ মিলিয়ন ডলার বক্স অফিস গ্রসঃ ৭৮৩ মিলিয়ন ডলার মূল চরিত্র- টবি ম্যাগুয়ার, আলফ্রেড মলিনা, কার্স্টেন ডানস্ট King Kong (2005) ডিরেক্টরঃ পিটার জ্যাকসন নির্মাণ ব্যয়ঃ ২০৭ মিলিয়ন ডলার বক্স অফিস গ্রসঃ ৫৫০ মিলিয়ন ডলার মূল চরিত্র- অ্যাড্রিয়েন ব্রডি, নাওমি ওয়াটস, জ্যাক ব্ল্যাক Superman Returns (2006) ডিরেক্টরঃ ব্রায়ান সিঙ্গার উৎপাদন ব্যয়ঃ ২০০ মিলিয়ন ডলার বক্স অফিস গ্রসঃ ৩৯১ মিলিয়ন ডলার মূল চরিত্র- ব্র্যান্ডন রাউথ, কেভিন স্পেসি, কেট বোসওয়ার্থ Pirates of the Caribbean: Dead Man's Chest (2006) ডিরেক্টরঃ গোর ভারবিন্সকি নির্মাণ ব্যয়ঃ ২২৫ মিলিয়ন ডলার বক্স অফিস গ্রসঃ ১,০৬ বিলিয়ন ডলার মূল চরিত্র- জনি ডেপ, অরলান্ডো ব্লুম, কেরা নাইটলি, জেফ্রি রাশ X-Men The Last Stand (2006) ডিরেক্টরঃ ব্রেট রাটনার নির্মাণ ব্যয়ঃ ২১০ মিলিয়ন ডলার বক্স অফিস গ্রসঃ ২৩৪ মিলিয়ন ডলার মূল চরিত্রঃ হিউ জ্যাকম্যান, হলি বেরি, প্যাট্রিক স্টুয়ার্ট Spider-Man 3 (2007) ডিরেক্টরঃ স্যাম রেইমি নির্মাণ ব্যয়ঃ ২৫৮ মিলিয়ন ডলার বক্স অফিস গ্রসঃ ৮৯০ মিলিয়ন ডলার মূল চরিত্র- টবি ম্যাগুয়ার, কার্স্টেন ডানস্ট, জেমস ফ্রাঙ্কো Pirates of the Caribbean: At World's End (2007) ডিরেক্টরঃ গোর ভারবিন্সকি নির্মাণ ব্যয়ঃ ৩০০ মিলিয়ন ডলার বক্স অফিস গ্রসঃ ৯৬০ মিলিয়ন ডলার মূল চরিত্র- জনি ডেপ, অরলান্ডো ব্লুম, কেরা নাইটলি, জেফ্রি রাশ Quantum of Solace (2008) ডিরেক্টরঃ মার্ক ফরস্টার নির্মাণ ব্যয়ঃ ২০০ মিলিয়ন ডলার বক্স অফিস গ্রসঃ ৫৮৬ মিলিয়ন ডলার মুল চরিত্র- ড্যানিয়েল ক্রেগ, ওলগা কুরিলেঙ্কো The Chronicles of Narniarince Caspian (2008) ডিরেক্টরঃ অ্যান্ড্রু অ্যাডামসন নির্মাণ ব্যয়ঃ ২০০ মিলিয়ন ডলার বক্স অফিস গ্রসঃ ৪১৯ মিলিয়ন ডলার মূল চরিত্র- বেন বার্নেস, জর্জি হেনলি, স্কানডার কেনেস Avatar (2009) ডিরেক্টরঃ জেমস ক্যামেরন নির্মাণ ব্যয়ঃ ২৩৭ মিলিয়ন ডলার বক্স অফিস গ্রসঃ ২ বিলিওন ডলার মূল চরিত্রঃ স্যাম ওয়ারদিংটন, জো সালডানা ........................................ .................................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.