খালি গরম লাগে , পুকুরে ডুব দিতে মুঞ্চায়
***হলিউডের মুভি গুলো যে ৫ টি শিক্ষা আমদের দেয়ঃ
১। কুম্ফু কারাটে ছাড়া চাইনিজ রা তেমন ভাল আর কিছুই জানেনা।
২। আমেরিকার ৫০% জনগন-ই "এফ বি আই" অথবা "সি আই এ" এর আন্ডার-কভার এজেন্ট ।
৩।
আমেরিকার স্কুল সিস্টেম এর মূল উদ্দেশ্যই হল বাস্কেট বল/ বেইস বল এর প্রসার ঘটানো ।
৪। মার্কিনীদের উপর আক্রমণে এলিয়েনদের বিশেষ আগ্রহ আছে।
৫। আমেরিকা হল সেই দেশ যেখানে আপনি সকল পৌরাণিক দানব , ওয়্যারউলভস আর ভ্যাম্পায়ার দের দেখা পাবেন ।
***উপমহাদেশের মুভি গুলো যে শিক্ষা আমদের দেয়ঃ
১। দেখতে এক ই রকম জমজদের ভেতর অন্তত একটি বদের হাড্ডি হয় ।
২। বম্ব ডিফিউজ করার সময় আপনি যে তার ই কাটেন না কেন , নো টেনশন । নায়ক হলে আপনি যে তার কাটবেন সেটাই সঠিক হবে ।
৩। নায়ক কে যতই মারেন কাটেন তার কোনো ব্যাথা মালুম হয় না , শুধু নায়িকা শাড়ির আঁচল দিয়ে মুছতে গেলেই রাজ্যের যত ব্যাথা হাজির হয় ।
৪। একজন পুলিশ অফিসার (সৎ) শুধুমাত্র সাসপেন্ড হলেই কেস সল্ভ করতে পারে । তার আগে না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।