হামা ভাই মানে আমাদের অনেকের প্রিয় ব্লগার হাসান মাহবুব তার ন্যান্সি এবং আমি গল্পটি দাগ কেটে যায় মনে। ঐখানে কমেন্ট করতে যেয়ে চলে আসে ব্যান্ড Sex Pistols কথা,সেখানে তাকে বলেছিলাম Sex Pistols এর বিতর্কিত একটি গান সম্পর্কে,কথা দিয়েছিলাম Sex Pistols এর সেই বিতর্কিত গান সহ একটি পোস্ট দিব। আর তাই ইতিহাসের সবথেকে বিতর্কিত কিছু গান দেখে নেই চলেন। ও আরেকটি কথা পোস্টটি প্রিয় হামা ভাইকে উৎসর্গ করা হল
Parsifal----Richard Wagner
১৯ শতকে ক্লাসিক মিউজিকে বিপ্লব ঘটানো শিল্পী হচ্ছেন Richard Wagner, তার করা মাস্টারপিস হচ্ছে Tristan und Isolde আর ৪ টি অপেরা যা Der Ring des Nibelungen নামে পরিচিত। তার সর্বশেষ সফল অপেরা হল Parsifal,আর এই অপেরার composition করতে তার লেগেছিল ২৫ বছর।
এই অপেরাটি ২টি গল্পের সমন্বয়ে তৈরি। প্রথম গল্পটি হল Parzival যা ১৩ শতকের Wolfram von Eschenbach এর এপিক কাব্য, যেখানে বর্ণিত হয়েছে পঞ্চম শতকের বিখ্যাত Arthurian knight এর জীবন এবং তার Holy Grail এর সন্ধানের কাহিনী। আর ২য়টি হল Chrétien de Troyes’ Perceval যেখানে বর্ণিত হয়েছে Holy Grail এর কাহিনী।
Richard Wagner ছিল বেশ বিতর্কিত একজন ব্যক্তি। যেমন তার একটি উক্তি দেখুন “regard[ed] the Jewish race as the born enemy of pure humanity and everything noble about it.” তার Parsifal অপেরাটিকে অনেকে তখন আখ্যায়িত করেছিল যে অপেরাটি racism এবং anti-Semitism কে উস্কে দিয়েছিল।
আর তাই অপেরাটি প্রিমিয়ারের সময় অনেক বাধা এসেছিল,এমন কি Richard Wagner তখন King Ludwig কে লিখিত ভাবে সেই সময়ে আবেদন করতে হয়েছিল অপেরাটি প্রদর্শনের জন্য। আর এভাবে Richard Wagner আর তার Parsifal হয়ে ওঠে বিতর্কের এক মহা বিষয়।
Le Sacre du Printemps (The Rite of Spring)--Igor Stravinsky
ব্যালের ইতিহাসে সবথেকে বিতর্কিত এবং সমস্ত প্রথা ভাঙার রেকর্ডটি হল Igor Stravinsky এর Le Sacre du Printemps (The Rite of Spring),৩৩ মিনিটের এই ব্যালে ছিল বসন্তের আগমনের জন্য এক ভার্জিন মেয়ের নাচতে নাচতে জীবন উৎসর্গ করার কাহিনী নিয়ে। ব্যালের সঙ্গীত এবং নাচ ছিল revolutionary,ব্যালের কোরিওগ্রাফার ছিল কিংবদন্তী Vaslav Nijinsky
ব্যালেটির বিষয়ে তখন একটি পত্রিকায় লিখেছিল "The music and dancing were too violent, too raw, and too startling for the refined tastes of the musical elite. "
কারণ ১৯২৩ সালের ২৯শে মে যখন এটি প্রথম প্রদর্শিত হয় প্যারিসের Théâtre des Champs-Élysées তে,কয়েক মিনিটের মধ্যে সেখানে রায়টের অবস্থা সৃষ্টি হয়। লোকজন দুই ভাগে ভাগ হয়ে যায়,এক পক্ষ ব্যালেটির পক্ষে আর আরেক দল বিপক্ষে অবস্থান নিয়ে শুরু করে হইচই,শেষমেশ ডাকতে হয় পুলিশকে,কিন্তু দ্বিতীয় ভাগ শুরু হওয়ার সময় সৃষ্ট গোলযোগ পুলিসও ঠেকাতে পারেনি,বাধ্য হয়ে বন্ধ করতে হয় ব্যালেটি।
পরের অনেক বছর বিতর্কের মধ্যেই প্রদর্শন হতে থাকে আর অংশ হয়ে যায় এক বিতর্কিত ব্যালে হিসেবে ইতিহাসের পাতায়।
Strange Fruit---Billie Holiday
“Strange Fruit” হল জ্যাজ সংগীতের ইতিহাসে এক মাইলফলক। যার শিল্পী ছিল Billie Holiday, এটা ছিল Abel Meeropol এর একটি কবিতা যা Billie Holiday গানে রূপান্তর করেন সুর দিয়ে। সেটি ছিল lynching এর প্রতিবাদ সরূপ। আর এ গানটি হয়ে ওঠে আমেরিকার বিশেষ করে নিউইয়র্কের অন্যতম protest song।
“Louie Louie”
“Louie Louie” গানটির আসল লেখক এবং গায়ক হল Richard Berry যা প্রকাশিত হয় ১৯৫৫ সালে। প্রকাশের পর এটি রক গান হিসেবে পায় ব্যাপক জনপ্রিয়তা,আর তাই বিভিন্ন সময় বিভিন্ন শিল্পী গানটি গেয়েছেন। কিন্তু ১৯৬৩ সালে The Kingsmen যখন গানটি বাজারে নিয়ে আসে,শুরু হয় নানা ঘটনা। রেকর্ডিং এর সময় The Kingsmen গানটির জনপ্রিয় রিদম 1-2-3, 1-2, 1-2-3 পুরা গানটায় নতুন করে সেট করেন। আর তারা গানটিতে যোগ করেন unintelligible লিরিক্স।
গানটি মার্কেটে আসার পর ব্যাপক জনপ্রিয়তা পায় the unintelligible লিরিক্সের জন্য। কিন্তু শুরু হয় বিতর্ক। গুজব ছড়াতে থাকে গানটির unintelligible লিরিক্সটি আসলে graphic sex কে বুঝিয়েছে। ফলে বিভিন্ন রেডিও ষ্টেশন গানটি ব্যান করে। ষ্টেজ শোতে ও গানটি ব্যান হয় নানা জায়গায়।
বিষয়টা এত বিতর্কের সূচনা করে যে শেষ পর্যন্ত এফ,বি,আই তদন্তে নামে লিরিক্সটি নিয়ে। ৩১ মাস পর এফ,বি,আই ঘোষণা করে তারা unintelligible লিরিক্সটির কোড ভাংতে পারেনি। আর এই গানটি তাই রক 'ন রোলের ইতিহাসে সেন্সর হতে যাওয়া প্রথম গানের মর্যাদা পেয়ে থাকে।
“Darling Nikki”---Purple Rain
১৯৮৪ সালের ২৫ শে জুন রিলিজ পায় প্রিন্সের এ্যালবাম Purple Rain ,যার মধ্যে একটি গান হল Darling Nikki” গানটির মূল কথা হল নিকি নামের একজন সেক্স ফ্রেন্ড নিয়ে যার দেখা পায় গায়ক এক হোটেলের লবিতে।
গানটি মুলত বিতর্কের জন্ম দেয় গানটির (I met her in a hotel lobby/masturbating with a magazine) লাইন দুটির জন্য।
Parents Music Resource Center এর প্রতিষ্ঠাতা Tipper Gore এর করা লিস্ট যে ১৫টি গান আমেরিকার সমাজে খারাপ প্রভাব ফেলতে পারে যা “Filthy Fifteen,” নামে পরিচিত সেখানে গানটির অবস্থান ১ম। যে কারনে পরে এ্যালবামটির প্রকাশনা সংস্থা কভারের গায়ে “Parental Advisory” স্টিকারটি লাগাতে বাধ্য হয়।
“Dear God”---XTC
১৯৮৭ সালের ১লা জুন রিলিজ হয় নতুন ধারার ব্যান্ড XTC এর গান “Dear God”, গানটির গায়িকা ছিল প্রযোজক Todd Rundgren এর আট বছর বয়সী বন্ধু Jasmine Veillete
গানটির রিলিক্সটি সরাসরি ঈশ্বরকে নিয়ে করা এবং সেখানে মানুষের দুঃখ দুর্দর্শের জন্য দায়ী করা হয় ঈশ্বরকে। গানটির শেষ লাইন ছিল “I can’t believe in you.” গানটি Billboard Album Rock Chart এর ৩৭ নম্বারে এবং UK Singles Chart এর ৯৯তে পৌঁছে যায়।
গানটি প্রকাশ হওয়ার সাথে সাথে সমাজের বিভিন্ন অংশ প্রতিবাদে ফেটে পড়ে।
বিশেষ করে ধর্ম বিশ্বাসীরা আন্দোলনে নামে। ফলে বিভিন্ন রেডিও ষ্টেশন গানটি ব্যান করে এবং দোকানে বিক্রি করবেনা বলে বিভিন্ন দোকানিরা ঘোষণা দেয়।
ফ্লোরিডা রেডিও ষ্টেশন গানটি প্রচার করলে সেখানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। আর এভাবে বিতর্কিত গানের ইতিহাস হয়ে যায় গানটি।
“F**k tha Police”---NWA
NWA নামক একটি র্যাপ গ্রুপ কালদের প্রতি শ্বেতাঙ্গ পুলিশের অবানবিক আচরণের প্রতিবাদ সরূপ গানটি জনগণের সামনে নিয়ে আসে ৮ই আগস্ট ১৯৮৮ তে।
গানটি নিয়ে তরুন সমাজ আর পুলিশ মুখমুখি অবস্থানে চলে যায়। ১৯৯২ সালে রায়টের সময় Rodney King নামের কৃষ্ণাঙ্গ তরুনের উপর চালান পুলিশি আক্রমণে গানটি আবারও আলোচনায় চলে আসে।
NWA কে ব্যান করা হয় অধিকাংশ ভেনুতে পারফর্মের জন্য। এমন কি এফ,বি,আই এবং ইউ এস সিক্রেট সার্ভিস গানটির প্রকাশনা সংস্থা Ruthless Records কে চিঠি পাঠিয়ে তাদের ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানায়।
“God Save the Queen”---The Sex Pistols
The Sex Pistols এর ২য় একক এ্যালবাম Never Mind the Bollocks এর “God Save the Queen” গানটি ইতিহাসের অন্যতম জনপ্রিয় punk song, গানটির টাইটেল নেওয়া হয় ব্রিটেনের জাতীয় সংগীতের God Save the Queen লাইন থেকে।
ব্রিটিশ রাজ পরিবার থেকে গানটিকে বলা হয় “fascist regime.”
রানী এলিজাবেথের সিলভার জুব্লির বছরে গানটি রিলিজ দেওয়ায় সারা ব্রিটেন জুড়ে হইচই পড়ে যায়। যদিও তরুন সমাজে Punk anthem হিসাবে গানটি ব্যাপক সাড়া ফেলে। বিবিসি এবং Independent Broadcasting Authority গানটি ব্যান ঘোষণা করে।
Sex Pistols ১৯৭৫ সালে লন্ডনে গঠন করা হয়। ব্যান্ডটি কে punk movement এবং alternative rock এর জঙ্ক বলা হয়।
আড়াই বছরের ইতিহাসে তারা ৪টি সিংগেল আর একটা মাত্র এ্যালবাম Never Mind the Bollocks, Here's the Sex Pistols প্রকাশ করে। ব্যান্ডটি তাদের কর্মকাণ্ডের জন্যই বেশী আলোচিত ছিল। তাদের লাইন আপ ছিল vocalist Johnny Rotten, guitarist Steve Jones, drummer Paul Cook এবং bassist Glen Matlock,১৯৭৭ সালের শুরুতে Matlock এর জায়গায় আসে Sid Vicious
আর তাদের ম্যানেজমেন্টে ছিল Malcolm McLaren,১৯৭৭ এ তারা আলোচনায় আসে God Save the Queen গানটি নিয়ে। যা উপরে আলোচনা করা হয়েছে। ১৯৭৮ এর জানুয়ারিতে তাদের আলোচিত সমালোচিত এবং নানা ঘটনার জন্ম দেওয়া আমেরিকা টুরের সময়েই ভেঙে যায় ব্যান্ডটি।
ব্যান্ড ভেঙে যাবার পর Vicious একক ভাবে গান করতে থাকে নিউইয়ারকে,আর তার সাথে পরিচিত হওয়া Nancy Spungen হয় তার ম্যানেজার। Sid Sings নামে তার লাইভ এ্যালবাম বের হয় হটাত করে ১৯৭৮ এর ১২ঈ অক্টোবর Nancy কে মৃত উদ্ধার করা হয় ছুরিকাঘাত অবস্থায় Hotel Chelsea তে আর সেখানে Sid কে পাওয়া যায় নেশায় বুদ হওয়া অবস্থায়। গ্রেপ্তার হয় Sid,পরে জামিনে মুক্তি পায় সে।
এরপর ১লা ফেব্রুয়ারী তে অতিরিক্ত হেরোইন গ্রহণের ফলে মারা যায় Sid। তার Sid Sings এলবামটি মুক্তি পায় তার লাইভ এ্যালবাম।
১৯৯৬ সালে Sex Pistols রিইউনিয়ন করে একত্র হয়ে শুরু করে Filthy Lucre Tour,আর এর মাধ্যমে আবার শুরু হয় Sex Pistols এর নতুন যাত্রা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।