আমাদের কথা খুঁজে নিন

   

হামা'র বিয়ে অবৈধ?

দেখি কি হয়। ব্লগার হাসান মাহবুব আর জীবিত নাই (পুরুষ হিসাবে ), তিনি এখন বিবাহিত। সেদিনের সেই লিটল হামা এখন অনেকটাই বড়। তার বয়স যে বিবাহ সীমা অতিক্রম কর্তেছে এইগুলা তার লেখা নথি থেকেই কিছুটা আভাস পাওয়া যাচ্ছিলো। বিবাহ আকুতিঃ যেখানে আমার জন্যে কোন অরণ্য নেই, সবুজ নেই, লাজুক কিশোরীর চাহনি নেই, সেই কংক্রিটাক্রান্ত মেদবহুল শহরে আমি থাকবো না।

(সুত্রঃ শরব্য সমীকরণ ) বিবাহ স্বপ্নঃ সেদিন দীর্ঘ নীরবতার প্রহর শেষে রিনরিনে হাসি শুনতে পারবো তোমার, সেরাতে তুমি ঘুমিওনা, ঘুম পাড়িয়ে দিও সমস্ত বিশ্ব চরাচর... (সুত্রঃ কেউ কখনও খুঁজে কী পায় ) বিবাহ ফ্যান্টাসিঃ -শোবে না? -দাঁড়াও, মজার একটা খেলা দেখাচ্ছে টিভিতে ওটা শেষ করে নিই। -আমিও দেখবো। কী খেলা? -টাগ অফ ওয়ার! (সুত্রঃ ডিসটোপিয়া ) নানান মনঃস্তত্তিক দ্বন্দ কাটিয়ে উঠে অবশেষে তিনি দিলিকা লাড্ডু খেয়ে পস্তানোর সিদ্ধান্ত ন্যান। অদ্য ১২ জানুয়ারি বিবাহ কার্য সম্পন্ন হয়। (সুত্রঃ অসমর্থিত) এদিকে ব্লগারদের একটি দল এই বিবাহকে অবৈধ ঘোষণা করেচে।

(ব্লগারদের নাম প্রকাশে উইকিলিক্স অপারগ) ব্লগার ‘ক’ এর কাছে পাঠানো এক বৈদ্যুতিক বার্তায় ব্লগার ‘অ’ বলেন যে, “যে বিয়ার দাওয়াত পাই নাই, সেই বিয়া অবৈধ। ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।