আমাদের কথা খুঁজে নিন

   

মেয়র লোকমান হত্যা... ভীতুলীগের বীরত্ব!!!

আমার এক প্রতিবেশী ভাই যিনি ঘটনার সময় অফিসের বাইরে ছিলেন তিনি যা বললেন, মেম্বারক(আমাদের সাবেক মেম্বার) অফিসে রেখে বের হয়ে কিছুদূর যাওয়ার পর দেখলাম একজন সামনে আর একজন কিছুটা দূরে দুজন মুখোশধারী আমার বিপরীত দিকে যাচ্ছে। সামনে যে ছিল তার বয়স ১৪/১৫ এর বেশী হবে না।ঘাড় ঘুড়িয়ে পিছনে তাকিয়ে দেখতে পেলাম সামনের জন অফিসে ঢুকলো। তার সাথে সাথেই গুলির আওয়াজ শুনলাম। পরে শুনলাম পাঁচটা গুলি করেছে। তারপর দীর্ঘনি:শ্বাস ফেলে বললেন, কত বড় সাহস হলে ছোট একটা ছেলে এই কাজ করতে পারে! বাইরে এসে ২/৩ টার মত ফাকা গুলি করল। তরপর তোমায় বললে তুমি বিশ্বাস করবে না, ছেলেটা মোটেও দৌড় দিল না! আমরা নরমাল যেভাবে হাঁটি ঠিক সেভাবে হেটে চলে গেল!! তারপর দুজন স্বাধীনতা চত্বরে ঠিক কোথায় হাড়িয়ে গেল বুঝতে পারলাম না। আর তাছাড়া ভিতরে কাকে গুলি করল সেই টেনশনে ছিলাম। তবে সবচেয়ে অবাক লাগল যেটা, মোড়ে সবসময় পুলিশ থাকে, তাদেরকে দেখলাম না! অফিসের ভিতরে যে নেতাকর্মীরা ছিল কেউই বের হল না! আশে পাশে কত মানুষ ছিল কেউ কিছু করল না! সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হেটে হেটে চলে গেল!! সত্যি কথা হল যেটা তাদের সব বীরত্বপনা সাধারণ মানুষের ওপড়, ট্রেনের উপড়, বাসের উপড়, দোকানের উপড়........... সত্যিই সেলুকাস! ওদের আরেকটা টাইটেল বাড়লো আরকি! ভীতুলীগ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.