A man who is not afraid is not aggressive, a man who has no sense of fear of any kind is really a free, a peaceful man ৫ জানুয়ারী সকাল ৮.০০ টা। বাসা হতে খুব তাড়াহুড়ো করে বের হলাম। কারণ আজ আমার অফিসের প্রথম দিন। বাসা হতে বাস স্ট্যান্ড মাত্র ৫ মিনিটের পথ। জোরে হাটলে ৩মিনিট লাগে, তবুও রিক্সা নিলাম।
রিক্সা হতে নামতেই দেখি সামনে দিয়ে বেঙ্গলপরিব হনের বাসটি চলে গেল। আর রাস্তাতে যে পরিমাণ গাড়ির চাপ তাতে মন দমে গেল। এরকম হলে কখনোই সময়মত অফিসে যেতে পারব না। জীবনের প্রথম দিন যদি অফিসে দেরী করে যাই সারা জীবনের বদনামী হবে। ২ মিনিটের মাথায় পেয়ে গেলাম দুলদুল পরিব হনের বাস।
কিছুটা শান্তি পেলাম মনে। উঠে দেখি বাসের ছিটও ফাকা আছে। কিন্তু বাসের গতি দেখে মেজাজ বিগড়ে গেল। এমনিতেই রাস্তায় জ্যাম। এমন সময়গুলোতে সাধারণত ড্রাইভার-রা সুযোগ পেলে বাস দ্রুত চালিয়ে সামনে যেতে চায়।
আর আমাদের বাসের যেন চাকায় কেও আঠা লাগিয়ে দিয়েছে। পুরো রাস্তাতে প্যাসেন্জার উঠাতে উঠাতে যাচ্ছিল। এমন সময় হটাৎ দেখি বাসের জানালায় কয়েকটি রঙিন স্টিকার। এক গোফওয়ালা ব্যাক্তির ছবি। লেখা আছে "কামাল আহমেদ মজুমদার-ভাইকে ঢাকা উত্তরের মেয়র হিসেবে দেখতে চাই.....প্রচারে ঢাকা উত্তরের জনগন" স্টিকারটি আগে দেখলে হয়ত কিছু মনেই হত না অথবা পড়তামই না।
আর কামাল মজুমদারের নামই মনে ছিল না। কিন্তু চোরা কামাইল্যা দুইদিন আগে যে আকাম করছে আর সেই সাথে সারা দেশব্যাপী তার যে প্রচার হয়েছে তাতে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে হয়ত প্রার্থী হয়ে মেয়র হওয়াটাও অস্বাভাবিক না। আর তখন হয়ত কামাইল্যা চোরা গর্ব করে বলবেন চোরা কামাইল্ল্যা মেয়র পদে প্রার্থী হবে আর বলবে আমি চাইনাই, হাসিনা আফা কইলো- কামাল তুই মেয়র হ, তাই খারাইলাম। কারণ আওয়ামী যোগ্যতার মাফকাঠিতে চোরা কামাইল্যা পাস করেছেন। উনি ১০০-তে ১০০ নম্বর পেয়ে খাটি আওয়ামলীগ হিসেবে নিজেকে জাতির নিকট আত্বপ্রকাশ করিয়া নেত্রীর খাসলোক হওয়ার খায়েশ পূরণে সমর্থ হয়েছেন।
জয় চোরা কামাইল্যা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।