কিভাবে যেন উত্তর ভারতের কইখেরি গ্রামের মেয়র নিবর্াচিত হয়েছেন ধমর্বীর ভুরা।
কিন্তু মেয়র হয়েও ছাড়তে পারছেন না পুরনো পেশা।এখনও ঝোলা হাতে নেমে পড়ছেন রাস্তায়।
গ্রামের সরকারী প্রজেক্টের টাকায় টান পড়লে ভিক্ষের টাকা থেকে নাকি তা সামলে নিতে পারছেন মেয়র সাহেব। এক মাসে প্রায় ৩৬ হাজার টাকা আয়েরও রেকর্ড আছে তার ।
তিনি জানালেন---পরিবার তো চলেই, যখন দেখা যায় সরকারী বরাদ্দেও কুলোচ্ছে না--তখন ঐ ঝোলা থেকেই দিয়ে দেই।
আমাদের দেশে কি ভাই এই মেয়রের দরকার নেই যিনি শুধু ভিক্ষেই করবেন ন--আমাগো পাবলিকরেও মাঝে মাঝে কিছু দিবেন ?
সুত্র : আমাদের সময়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।