মৌসুমী বৃষ্টিতে নাকাল চট্টগ্রামবাসী ,রাস্তার বেহাল দশা ।গত কয়েকদিনের বৃষ্টির টানা বর্ষণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিম্নএলাকা গুলো হাঁটু পানি এমনকি কোমর পরিমাণ পানি দ্বারা প্লাবিত হয়েছে ।বহদ্দারহাট ,বাদুরতলা ,মুরাদপুর ,২ নং গেইট ,চাঁদগাও ও হালিশহর প্লাবিত এলাকা গুলোর মধ্যে অন্যতম ।যার ধরুন বেশিরভাগ শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্ত্রী উপস্তিতি তুলনামূলক কম ছিল ।এক্ষেত্রে পেশাজীবি এবং চাকুরিজীবির দূর্ভোগ ছিল চরমে ,শত কষ্টেও ছুঁটতে হয়েছিল কর্মস্থলের উদ্দেশ্য।পথমানুষের রাত্রি যাপনের কষ্ট ,সকল দূর্ভোগকে হার মানায় । চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরব ভূমিকা ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে ।সাবেক মেয়র মহিউদ্দীনের বিদায়ের প্রধান ইস্যু ছিল শহরের জলাবদ্ধতা এবং বর্তমান মেয়র মনজুরের বিজয়ের কারণ জলাবদ্ধতা নিরসরনের ওয়াদা ।আরো জানতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।