রাজধানীর মোহাম্মদপুরে একটি চারতলা ভবনের ছাদ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে বিজ্ঞাপনে মডেল করার প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। এ ঘটনায় ওই বিজ্ঞাপনী সংস্থার মালিকসহ চারজনকে আটক করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, ভবনের ছাদে ছোপ ছোপ রক্ত, পাশেই পড়েছিল তরুণীর নিথর দেহ। তার পরনে কালো ট্রাউজার ও শর্ট কামিজ।
ওই ভবনেরই চারতলায় জেনেসিস ভিউ নামের একটি বিজ্ঞাপনী সংস্থার কার্যালয়।
আশপাশের বাসিন্দারা জানান, তাজমহল রোডের সি-ব্লকের ১২/৬ নম্বর ভবনের আশপাশে সোমবার সন্ধ্যা থেকেই ব্যাপক দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। থানায় জানানো হলে রাতেই পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, 'তরুণীটিকে (২৩) বিজ্ঞাপনে মডেল বানানোর প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। এর সঙ্গে বিজ্ঞাপন সংস্থা জেনেসিসের কেউ জড়িত থাকতে পারেন।
জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানের মালিক মোতালেব হোসেন বরুণ (৩৮), কর্মকর্তা আতিকুল ইসলাম জুয়েল (২৩), সাজ্জাদুল ইসলাম রনি (২৮) ও হাসনাতকে (২১) আটক করা হয়েছে। '
ভবনের তৃতীয়তলার বাসিন্দা নাজিয়া নাসরিন জানান, এক বছর ধরে এ ভবনে বিজ্ঞাপন সংস্থাটির কার্যালয় চলছে। মডেল হওয়ার জন্য এখানে প্রায়ই উঠতি বয়সের তরুণ-তরুণীকে যাতায়াত করতে দেখা যায়। তবে ওই তরুণীকে তিনি আগে কখনো দেখেননি। ভবনের মালিক অন্যত্র বাস করায় ছাদের চাবি বিজ্ঞাপনী সংস্থার লোকজনের কাছে থাকে বলেও জানান নাজিয়া।
এদিকে সোমবার রাতে বিমানবন্দরের রাডার টাওয়ারের পাশের একটি বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৩৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় রশি পেঁচানো ছিল। পুলিশের ধারণা, দুই তিন দিন আগে শ্বাসরোধে হত্যার পর লাশটি সেখানে ফেলে রাখা হয়েছে। এ ছাড়া গতকাল দুপুরে কাওরানবাজারের ফুটপাত থেকে পুলিশ অজ্ঞাত এক মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।