দিনে মোর যা প্রয়োজন, বেড়াই তারই খোঁজ করে। মেটে বা নাই মেটে তা, ভাববোনা আর তার তরে। পশুর হাটে মডেল মেলা
খুব জমেছে
এ এক এমন খেলা
বলছি তবে
এই তুমি কি মডেল হবে?
বিজ্ঞাপনের পণ্য তারা
এ যুগের মডেল যারা।
আমার পণ্যের বিজ্ঞাপনে
দুজন মডেল নিব কিনে।
ওদের রং আর রুপের বাহার দেখি
বুঝছি আমি সবই মেকি।
এসেছে মেলায় যারা
পুরা মুখে মেকাপ মারা
চোখের পাতায় মাশকারা।
ওদিকে পোশাক নিয়ে কিছু কথা
যদি বলি লাগবে ব্যাথা,
থাকনা তবে
সবাই যে আজ মডেল হবে।
কথা বলে বাংরেজীতে
দেহ মুখের ভঙ্গিমাতে
ডুবে আছে আভিজাত্যে।
ছেলেরাই কম বা কিসে
চুইংগাম মুখে যাচ্ছে পিসে,
সানগ্লাস চোখে আঁধার রাতে
হাল ফ্যাসানের ঘড়ি হাতে,
ভাবটা যেন বিশ্বজয়ী
মা-বাবার স্বপ্ন লয়ি
মডেলিং এ আসছে তারা
খুশিতে আত্মহারা।
পকেটে পয়সা নিয়ে ঘুরছি আমি
কেউ বা নামি কেউ বা দামী।
আমি যে শুধুই হাসি
সবগুলায় ঈদের খাসি,
ভাবছি তবু নিবই কিনে
আমার নতুন বিজ্ঞাপনে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।