আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের আদেশে চলচ্চিত্রে ফিরলেন ডিপজল

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। ৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে এফডিসিতে উপস্থিত হয়ে তিনি চলচ্চিত্র জগতে ফিরে আসার ঘোষণা দেন। ঢালিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা এ সময় ডিপজলকে অভিনন্দন জানান । ঢালিউডের অভিনেতা ও প্রযোজক এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের উপর গত ১২ অক্টোবর দুপুওে বিজয়নগরের চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কার্যালয় স্কাইলার্ক পয়েন্টের সামনে একদল সন্ত্রাসী হামলা চালায়।

সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের গ্রেফতারে প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ১৭ অক্টোবর সোমবার এফডিডিতে অনুষ্ঠিত এক সমাবেশে ডিপজল ঘোষণা দেন, এখন থেকে তাকে নতুন ছবিতে অভিনয় করতে দেখা যাবে না। ছবি প্রযোজনা ও পরিবেশনা থেকেও তিনি বিরত থাকবেন। এ সময় তিনি উল্লেখ করেন, তার মা তাকে চলচ্চিত্র জগত থেকে সরে আসার আদেশ দিয়েছেন। সমাবেশে শিল্পী- কলাকুশলীরা তাকে সে সময়ই সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানিয়েছিলেন। অবশেষে ডিপজল সিদ্ধান্ত পরিবর্তন করে চলচ্চিত্রে ফিরে এসেছেন।

৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে এফডিসিতে এসে তিনি ঘোষণা দেন, মায়ের আদেশে চলচ্চিত্র জগত থেকে বিদায় নিয়েছিলাম। মায়ের আদেশে আবার চলচ্চিত্রে ফিরে এসেছি। সবার কাছে আমি দোয়া চাই যেন আজীবন আপনাদের পাশে থাকতে পারি। ডিপজলের এ ঘোষণার পর ঢালিউডের বর্ষিয়ান অভিনেত্রী আনোয়ারা তাকে মিস্টি মুখ করান। শিল্পীদের পক্ষ থেকে ডিপজলকে ফুল দিয়ে বরণ করে নেন দুই নায়ক বাপ্পারাজ ও ইমন।

ডিপজলের ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে ফুলেল অভিনন্দন জানানো হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.