Bangladesh: Dream না, সিটিসেলের মডেম বিক্রির বিজ্ঞাপন নিয়া আসিনি।
সিটিসেলের মডেম এখনও আমি ইউজ করিনি।
দরকারও নাই।
আমার ইউনিভার্সিটির হলে ফ্রি ওয়াইফাই আছে।
ডিপার্টমেন্টেও আছে চরম স্পিডের ওয়াইফাই।
সমস্যাটা অন্যখানে।
ঈদে বাড়ি যাবো।
সেখানে তো আর ওয়াইফাই নাই, ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে মডেমই ভরসা। তো মডেম কিনবো। এক ফ্রেন্ড বললো গ্রামীন কিনো।
গ্রামে নেট পাইবা।
আরেকজন বললো সিটিসেল নাও, নো প্রোবলেম, বললাম- সিটিসেলের নেটওয়ার্ক থাকবে?
উত্তরে সে যা বললো তাহলো- 'মাটির নিচে গেলেও সিটিসেলের নেটওয়ার্ক থাকে। বাংলাদেশের যেকোনো গ্রাম এলাকায় অন্যদের নেটওয়ার্ক থাকলে অব্শ্যই সিটিসেলের থাকবে এবং ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করা যাবে'।
আসলে সত্য কি আমি জানিনা, আপনারা কি মনে করেন? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।