আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল টাওয়ারের বিকিরণে ক্ষতি হচ্ছে পাখিদের!

আজন্ম ছাগু ফাইটার। ছাগু দেখিলেই সাইজ করি। মোবাইল ফোনের টাওয়ার থেকে নির্গত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ক্ষতি করছে পাখিদের। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে চড়ুই পাখির ওপর। অবশ্য বাদ যায়নি মৌমাছিও।

মানুষের ওপরও পড়ছে নেতিবাচক প্রভাব। সম্প্রতি ভারতে বিশেষজ্ঞ কমিটির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাগপুর, জব্বলপুর, উজ্জয়িনী, গোয়ালিয়র, ছিন্দওয়াড়া ও ইন্দোরে যে ‘হাউস স্প্যারো’ বা বাড়ির আশপাশে যে চড়ুই পাখি দেখা যায়, তা আর এখন নেই। আর চড়ুই বিলুপ্ত হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে মোবাইল টাওয়ারের বিকিরণ। যদিও এই সমীক্ষার অন্তর্ভুক্ত হয়নি কলকাতা।

প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রণালয় ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে মোবাইল টাওয়ারের বিকিরণ-প্রভাব নিয়ে একটি সমীক্ষা চালায়। —অমর সাহা, কলকাতা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.