এডিট করুন। নুরে আলম সিদ্দিকী এবং গোলাম কুদ্দুস নামক দুই মুসুল্লী জামাতকর্মী সন্দেহে প্রহারের স্বীকার হয়ে আহত হন মসজিদের কাছে। তাদের খবর ছবিসহ পত্রিকায় ছাপা হয়। তাদের চারপাশে ছিল পান্জাবী পড়া জামাতবিরোধী লোকজনের ছবি। বাংলাদেশ বিরোধী একটি গোষ্ঠী সেই ছবির আহত মুসুল্লীকে বিমল পাঠক নামক হিন্দু বানিয়ে দেয়।
আর অসংখ্য ওয়েবসাইটজুড়ে প্রচারনা চালায় যে মুসলিমরা মসজিদ থেকে বের হয়েই প্রঠম যে হিন্দু পায়, তার উপর নাকি চড়াও হয়।
বাংলাদেশ বিরোধী এই প্রচারণায় উক্ত মিথ্যা ছবি একই ক্যাপশন দিয়ে প্রচার করা হয়েছে মুক্তমনাতে। এই ছবি রাখা হয়েছে এক বিশাল রিপোর্টর সাথে. Ethnic Cleansing in Bangladesh শিরোনামে Rahul Gupta লিখিত এই রিপোর্ট Click This Link
এছাড়াও Faith Freedom, Islam-Watch, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের আন্তুর্জাতিক শাখা hrcbm, freerepublic, Hundurastra, No to Islam সহ অনেক ওয়েবসাইটে এই ছবিটা আপলোড করা হয়েছে ইসলাম ও বাংলাদেশকে সাম্প্রদায়িক, বর্বর রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে তুলে ধরার জন্য। সাথে এটাও বলা হয়েছে, এই ছবি থেকে বুঝা যায় বাংলাদেশের সংখ্যালঘুদের কি অবস্থা!!
এমনকি ফেসবুকেও আছে প্রচারণা।
প্রকৃত ছবি, পেপারকাটিংএর স্ক্যান আর বিস্তারিত বাংলাদেশ বিরোধী প্রচারণার বিবরণ আছে সোনাব্লগের এই পোস্টে ।
কিন্চিৎ কপি-পেস্টের জন্য মাফ চাইছি।
Click This Link
যদিও অনেকে ছাগুদের ব্লগ বলে নাক সিটকাবেন, তবে অনেক সময় সত্য জানার জন্য দুই পক্ষের মন্তব্য পড়া দরকার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।