দু:খিত, আপনি যে ব্লগটি ভিজিট করছেন, তার ব্লগার বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছু দিন পর আবার ভিজিট করুন। ধন্যবাদ Windows 7 ব্যবহারকারীরা অবশ্যই জানেন যে কোন Program কে দ্রুত চালু করা যায় Taskbar এ Pin করে রাখলে। কিন্তু এ কাজটি আপনি Shortcut Key তৈরী করার মাধ্যমেও করতে পারেন। তবে চলুন দেখি কী করে?
► প্রথমে Start Menu থেকে আপনার কাঙ্ক্ষিত Program ( আমি উদাহরণ হিসেবে Microsoft Office Word 2010 ব্যবহার করলাম ) টিতে যান এবং মাউসের রাইট বাটন ক্লিক করে Properties সিলেক্ট করুন।
► Properties উইন্ডোতে Shortcut ট্যাবটি সিলেক্ট করুন।
► এবার Shortcut Key দেওয়ার পালা। যেহেতু আমি MS Word নিয়েছি, তাই নামের আদ্যাক্ষর W নিলাম। Shortcut Key বক্সে W লিখলাম (W লিখার সাথে সাথে Ctrl + Alt + অটমেটিকভাবে আসবে। এটা বাদ দেওয়া যাবে না।
)। ফলে Shortcut টি হবে Ctrl + Alt +W। OK করুন।
► Access Denied উইন্ডোতে Continue ক্লিক করুন।
ব্যস, হয়ে গেল।
এবার আপনার ইচ্চছামতো Program গুলোর Shortcut তৈরী করুন আর Program চালু করুন দ্রুত। ধন্যবাদ।
পূর্বে এখানে প্রকাশিত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।