মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। গতকাল কে পত্রিকায় শামিম ওসমানের একটি কমেন্ট পড়েছিলাম। তখনই আমি ওই কমেন্টটি কপি করে রাখছি, আজকে প্রকাশ করার জন্য।
আসুন দেখে নেই, তার সবচেয়ে প্রিয় কমেন্টের একটি কমেন্ট....................
!
'আমার নিয়ত যদি ঠিক থাকে, ঈমান যদি অবিচল থাকে, আমি বিজয়ী হব।
যারা আল্লাহর ওপর ইমান রাখে তারা হয় শহীদ, না হয় গাজী। আল্লাহর ওপর আমার সেই বিশ্বাস আছে। ' গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারের শেষ দিনে আত্মবিশ্বাসের সঙ্গে এসব কথা বলেন মেয়র পদপ্রার্থী শামীম ওসমান।
আমার এই ভেবে কষ্ট লাগে যে নারায়নগঞ্জে একজন ভাল পুরুষ মানুষ নাই.............এক মহিলা কে নিয়া লাফালাফি করতেছে। ছিঃ ছিঃ
এখন শামিম ভাই কি শহীদ হয়েছেন নাকি বুঝতেছিনা।
আল্লাহ তার ঈমানী পরীক্ষা নিলেন, আপনারাই বলেন তিনি ঈমানী পরীক্ষায় কতটুকু পাশ করলেন।
হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন যে, রসুল (স.) এরশাদ করেন, শেষ যামানায় কিছু লোক এমন প্রকাশ পাইবে যাহারা দ্বীনের আড়ালে দুনিয়া শিকার করিবে। বাঘের নরম চামড়ার পোষাক পরিবে ( যাহাতে লোকেরা তাহাদিগকে দুনিয়ার প্রতি অনাসক্ত মনে করে) তাহাদের জিহ্বা চিনি অপেক্ষা অধিক মিষ্ট হইবে, কিন্তু তাহাদের অন্তর বাঘের ন্যায় হইবে। (তাহাদের ব্যাপারে) আল্লাহ তাআলার এরশাদ হইল, ইহারা কি আমার ঢিল দেওয়ার কারণে ধোকায় পড়িয়া রহিয়াছে, না আমার ব্যাপারে নির্ভীক হইয়া আমার মোকাবেলায় দু:সাহস দেখাইতাছে? আমি আমার কসম করিতেছি, আমি তাহাদের মধ্যে তাহাদের ভিতর হইতেই এমন ফেৎনা খাড়া করিব যে, তাহাদের জ্ঞানীদেরকেও দিশাহারা (ও পেরেশান) করিয়া দিব যাহারা তাহাদিগকে বিভিন্ন প্রকারে ক্ষতিগ্রস্থ করিবে (তিরমিযী)। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।