আমাদের কথা খুঁজে নিন

   

হায় আল্লাহ্!! কী খেল দেখাইলা??

ইইইইয়েয়েয়েয়েয়েয়ে!! পেয়েছি আমার জীবনের সবচেয়ে সুন্দর (মনে হয়) উপহার, নাইকন ডি৩২০০!! দুই ঘন্টা আগেও ছিলাম জেনারেল। নামাজ-টামাজ পড়লাম। ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে সূর্যোদয় পাঁচটা বেজে পনেরো মিনিটে। মনের মাধুরী মিশায়া এক বছরে যা যা লাগবে বা লাগতে পারে, সব চায়া নিচ্ছিলাম। কিছু কী বাদ পড়ল নাকি ভাবছি, এমন সময় শুনি আজান দেয়!! মোনাজাত ফালায় রাইখা দুই লাফে গিয়া হাজির হইলাম খাবার ঘরে।

গিয়া দেখি আম্মাও আমার জন্য ডিমভাজি হাতে নিয়া থ হয়া দাঁড়ায় আছে। আম্মার হাতের ডিমটা কাইড়া নিয়া, এক খাবলা ভাত দিয়া কোনোমতে মুখে ঢুকায়া পানি দিয়া গিইলা ফেললাম। নইলে তো না খায়া রোজা রাখতে হইত। মনের দুঃখ মিটাইতে ভাবলাম যে এখান থেইকা একটু ঘুইরা যাই। ঢুইকা তো ডাইনে দেখি, বায়ে দেখি, উপরে দেখি, নিচে দেখি কিন্তু আমি যে কী এইটা যেই দেখি, ওমনি রোজা রাইখাও টাশকি খাইলাম।

সামু আমারে সেইফ বানায় ফেলছে!! রোজা রাইখা আরেক সুবিধা পায়া ফেলছি। যেই দেখতাম সেইফ হইত, কিছু না কিছু খাওয়াইত। আমি তো খাবারের ধারে কাছেও যাবো না, তয় কেউ চাইলে আমার জন্য ইফতার রাইখা যাইতে পারেন, মাইন্ড খাবো না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.