আমাদের কথা খুঁজে নিন

   

আইভির পক্ষে ভোটে ব্যাপক কারচুপি অভিযোগে নির্বাচন বয়কটের হুমকি শামীমের

সবুজ লালের চেতনায়.. খবরটোয়েন্টিফোর.কম: রোববার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব কেন্দ্রে একজন জাল ভোটারকে হাতে-নাতে ধরে তাকে র‌্যাবের হাতে তুলে দেন শামীম ওসমান। ওই ভোটার আইভিকে ভোট দিচ্ছিলেন বলেও দাবি করেন তিনি। রনি নামের যুবকটি শীতলক্ষ্যা থেকে এসেছে জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ কেন্দ্রে তার কি কাজ। আইভির পক্ষে ভোটে ব্যাপক কারচুপি হচ্ছে এমন অভিযোগ এনে তিনি বলেছেন, এভাবে চলতে থাকলে নির্বাচন বয়কট করবো। শামীম ওসমান পুলিশের বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগ এনে বলেন, জামায়াতের টাকা খেয়ে তারা আইভির পক্ষে কাজ করছে। ‘তবে র‌্যাব ইজ গুড’, বলেন শামীম ওসমান। নির্বাচনে আইনের লোকজন কারচুপি করছে অভিযোগ আনেন আওয়ামী লীগের এই সাবেক এমপি। তিনি বলেন, তা না হলে নির্বাচনের আগে না’গঞ্জের থানাগুলোর ওসি বদল হলো কেনো? ইভিএম-এর মাধ্যমে কারচুপি হচ্ছে, দাবি করে তিনি বলেন, আমার এক শিক্ষক বলেছেন তিনি দেয়াল ঘড়িতে চাপ দিলেও ভোট ওঠে দোয়াত-কলমে। শামীম ওসমান বলেন, এভাবে কারচুপি চলতে থাকলে নির্বাচন বয়কট করবো। http://www.khobor24.com/?p=4338

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।